Logo
Logo
×

আন্তর্জাতিক

মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপছে ইসরাইল

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১০:২৮ পিএম

মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপছে ইসরাইল

ফিলিস্তিনের দখলকৃত অঞ্চলে একটি ইহুদি বসতিতে ব্যাপক আক্রমণ চালিয়েছে হিজবুল্লাহ। সেখানে অন্তত ৫০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি।

শনিবার প্রকাশিত এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, এই হামলা গাজার নির্যাতিত জনগণের সমর্থনে এবং লেবাননের জনগণের প্রতিরক্ষায় পরিচালিত হয়েছে। যাদের ওপর গত এক সপ্তাহ ধরে ব্যাপক বিমান হামলা চলছে।

হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহকে ইসরাইলি বাহিনী বিমান হামলায় শহিদ করার ২৪ ঘণ্টার মধ্যেই হিজবুল্লাহ এ হামলা চালালো।

একই দিনে হিজবুল্লাহ আরেকটি বিবৃতিতে জানিয়েছে যে, তারা অন্য একটি ইহুদি বসতিতেও একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

হিজবুল্লাহর এই পাল্টা আক্রমণ মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে। যা গাজার পাশাপাশি লেবাননকেও ইসরাইলি আগ্রাসনের কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে। সূত্র: ইরনা

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম