নির্বাচন পরবর্তী
মার্কিন-তুরস্ক সম্পর্ক ও এফ-৩৫ নিয়ে যা বললেন এরদোগান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৪৫ পিএম
এ বছরের নভেম্বরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। আসন্ন এ নির্বাচনের পর যুক্তরাষ্ট্রের সঙ্গে তুরস্কের সম্পর্ক উন্নত হবে বলেই আশা প্রকাশ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। সেই সঙ্গে তিনি এ বিষয়ে সংশয়ও প্রকাশ করেছেন।
এরদোগান উল্লেখ করেছেন, যুক্তরাষ্ট্রের আগের প্রশাসনগুলোর আচরণ তার দেশের জন্য ছিল নিতান্তই হতাশাজনক।
তুর্কি প্রেসিডেন্ট আশা প্রকাশ করে বলেন, ‘আমার আশা, নতুন নেতৃত্ব আগের প্রশাসনের চেয়ে খারাপ হবে না’।
এরদোগান এ সময় ডোনাল্ড ট্রাম্পের এফ-৩৫ যুদ্ধ বিমান ও বাণিজ্য ঘাটতির ইস্যুও তুলে ধরেন। বলেন, এফ-৩৫ ইস্যুতে কেবল ডোনাল্ড ট্রাম্পের আমলেই নয়, বরং আমেরিকার সবগুলো প্রশাসনেই হতাশা তৈরি করেছে।
সেই সঙ্গে তিনি তুরস্কের ১.৪৫ বিলিয়ন ডলার পাওনার প্রসঙ্গ উল্লেখ করে বলেন, ‘এটি কিন্তু একটা মামুলি অ্যামাউন্ট নয় এবং আমরা আমাদের এ পাওনা উদ্ধারের পদক্ষেপ চালিয়ে যাব’।