Logo
Logo
×

আন্তর্জাতিক

‘বিধানসভার ভোটের পরই শুরু হবে পাক অধিকৃত কাশ্মীর দখলের কাজ’

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০২:২৫ পিএম

‘বিধানসভার ভোটের পরই শুরু হবে পাক অধিকৃত কাশ্মীর দখলের কাজ’

ছবি : সংগৃহীত

ভারতের উত্তরপ্রদেশে আলোচিত মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, জম্মু ও কাশ্মীরে বিধানসভার নির্বাচনের পালা শেষ হলেই পাকিস্তান অধিকৃত কাশ্মীর দখলের কাজ শুরু করবে ভারত। 

বৃহস্পতিবার জম্মুর আরএস পুরা এলাকায় বিজেপির নির্বাচনি সভায় এসব কথা বলেন তিনি। খবর আনন্দবাজার পত্রিকার।

এ সময় তিনি আরও বলেন, পাকিস্তান অধিকৃত কাশ্মীর আদতে জম্মু ও কাশ্মীরেরই অংশ। এই বিধানসভার ভোট শেষ হলে পাক অধিকৃত কাশ্মীরকে আবার জম্মু ও কাশ্মীরের অংশ করে তোলা হবে।

এর আগে লোকসভা ভোটের প্রচারে বিজেপি নেতা ও আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বলেছিলেন, নরেন্দ্র মোদির নেতৃত্বে বিজেপি ৪০০ আসনে জিতলেই পাক অধিকৃত কাশ্মীর দখল করে ভারতে যুক্ত করা হবে।

এবার জম্মু ও কাশ্মীরে বিধানসভা ভোটের প্রচারে সেই স্পর্শকাতর বিষয়টিকেই হাতিয়ার করলেন যোগী। তিনি বলেন, পাকিস্তান এখন ভিখারিতে পরিণত হয়েছে। তারা নিজেরদেরই সামলাতে পারছে না, অধিকৃত কাশ্মীর কী করে সামলাবে? পাক অধিকৃত কাশ্মীরের বাসিন্দারাই এখন পাকিস্তানের হাত থেকে মুক্ত হওয়ার জন্য আন্দোলন করছেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম