Logo
Logo
×

আন্তর্জাতিক

চীনের নয়া পারমাণবিক সাবমেরিন ডুবে গেছে: যুক্তরাষ্ট্র

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০১:৫৮ পিএম

চীনের নয়া পারমাণবিক সাবমেরিন ডুবে গেছে: যুক্তরাষ্ট্র

চীনের নয়া পারমাণবিক সাবমেরিন ডুবে গেছে: যুক্তরাষ্ট্র

এবার সাবমেরিন ডুবির কবলে পড়ল চীন। এখনো পর্যন্ত দেশটির সর্বশেষ তৈরি করা নিউক্লিয়ার ক্ষমতা সম্পন্ন সাবমেরিন ডুবে গেছে বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা বাহিনী। 

তবে এ বিষয়ে চীন মুখ না খুললেও ঘটনাটির সত্যতা প্রকাশ করেছে ইউএস প্রতিরক্ষা মন্ত্রণালয়। চলতি বছরের শুরুর দিকে ঘটে এ ঘটনা। প্ল্যানেট ল্যাবস নামক স্যাটেলাইটের তোলা কিছু ছবি দেখে এটি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র।

মার্কিন প্রতিরক্ষা বাহিনী জানায়, ডুবে যাওয়ার তথ্য লুকানোর চেষ্টা করেছিল চীনা নৌবাহিনী। চীনকে বিদ্রুপ করে ইউএস প্রতিরক্ষা খাতের একজন উচ্চপদস্ত কর্মকর্তা বলেন, সাবমেরিন ডুবির ঘটনা চীনের জন্য অত্যন্ত লজ্জাজনক।

উল্লেখ্য, বর্তমান বিশ্বে সবচেয়ে বড় নেভি বাহিনী চীনের দখলে। সেইসঙ্গে তাদের কাছে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি একাধিক সাবমেরিন।

সূত্র: সিএনএন

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম