Logo
Logo
×

আন্তর্জাতিক

ইসরাইলি হামলায় জনশূন্য লেবাননের সমুদ্র তীরবর্তী শহর

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০৫:২৯ পিএম

ইসরাইলি হামলায় জনশূন্য লেবাননের সমুদ্র তীরবর্তী শহর

দক্ষিণ লেবাননের সমুদ্র তীরবর্তী টায়ার শহরে ইসরাইলি বিমান হামলার মর্মান্তিক সাক্ষী হয়েছেন বিবিসির সাংবাদিকরা। সাধারণত পর্যটকে ভরা এ শহরটি এখন প্রায় জনশূন্য।

বিবিসির সংবাদদাতা অরলা গুয়ারিন জানিয়েছেন, টায়ারের পরিবেশ এখন সম্পূর্ণ পালটে গেছে। আগে যেখানে পর্যটকদের ভিড় ছিল, সেখানে এখন কেবল আশেপাশের শহরগুলো থেকে পালিয়ে আসা মানুষজন রয়েছে। যারা ইসরাইলের তীব্র বিমান হামলা থেকে নিজেদের প্রাণ বাঁচাতেই এখানে এসেছেন।

বিবিসি বলছে, ইসরাইল লেবাননে ব্যাপক হামলা চালাচ্ছে, কারণ হিজবুল্লাহ তেল আবিবের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়েছে।  

এদিকে ইসরাইল ও লেবাননের হিজবুল্লাহর মধ্যে চলমান সংঘর্ষের প্রেক্ষাপটে, যুক্তরাষ্ট্র ও ফ্রান্স উভয়েই সংঘর্ষ থামাতে জাতিসংঘে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে, তবে ইসরাইল এ প্রস্তাবে সাড়া না দিয়ে তাদের আক্রমণ আরও বাড়িয়ে চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৩ সেপ্টেম্বর থেকে চলমান হামলায় অন্তত ৬২০ জন নিহত হয়েছেন এবং আহতের সংখ্যা দুই হাজারের বেশি। 

এছাড়া ইসরাইলি আক্রমণের ফলে লেবাননের দক্ষিণাঞ্চল, বিশেষ করে সীমান্তের শহরগুলো ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছে। প্রায় ৫ লাখ মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। সূত্র: বিবিসি ও আল-জাজিরা

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম