Logo
Logo
×

আন্তর্জাতিক

প্রথমবারের মতো তাইওয়ান প্রণালীতে যুদ্ধজাহাজ পাঠাল জাপান

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০২:২৬ পিএম

প্রথমবারের মতো তাইওয়ান প্রণালীতে যুদ্ধজাহাজ পাঠাল জাপান

জাপানের যুদ্ধজাহাজের সঙ্গে ছিল অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের নৌবাহিনীর দুটি জাহাজ

জাপানের দুটি দ্বীপের কাছে চীন এয়ারক্র্যাফট ক্যারিয়ার পাঠানোর পর তাইওয়ান প্রণালীতে যুদ্ধজাহাজ পাঠিয়েছে জাপান।

জাপানের সংবাদপত্র ইয়োমিউরি শিমবুন সরকারি অফিসারদের উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে বলে খবর দিয়েছে ডয়চে ভেলে।

খবরে বলা হয়েছে, টোকিও আসলে চীনকে স্পষ্ট বার্তা দিতে চাইছে। সেজন্যই এই প্রথমবার তাইওয়ানের প্রণালীতে একটি যুদ্ধজাহাজ পাঠাল জাপান।

একই দিন চীন জানিয়েছিল, তারা প্রশান্ত মহাসাগর এলাকায় ইন্টারকন্টিনেন্টাল ব্যালেস্টিক মিসাইল পরীক্ষা করেছে।

বুধবার সকালে জাপানের যুদ্ধজাহাজ পূর্ব চীন সাগর থেকে যাত্রা শুরু করে। ১০ ঘণ্টা পরে তা গন্তব্যে পৌঁছায় বলে জাপানের সংবাদপত্রটি জানিয়েছে।

রিপোর্ট অনুসারে, জাপানের সঙ্গে ছিল অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের নৌবাহিনীর জাহাজ।

গত সপ্তাহে প্রথমবার চীনের এয়ারক্র্যাফট ক্যারিয়ার তাইওয়ানের কাছে জাপানের দুটি দ্বীপের পাশে চলে যায়। তার সঙ্গে ছিল দুটি ডেস্ট্রয়ার।

সূত্র উদ্ধৃত করে সংবাদপত্রের রিপোর্টে বলা হয়েছে, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা এই যুদ্ধজাহাজকে তাইওয়ান প্রণালীতে যাওয়ার নির্দেশ দেন। কারণ তার মতে, জাপানের এলাকায় চীন অনুপ্রবেশ করেছে। তার কোনো জবাব না দিলে চীন আরও আগ্রাসী মনোভাব দেখাবে।

তবে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় যুদ্ধজাহাজ পাঠানোর বিষয় নিয়ে কিছু জানায়নি।

চীন বারবার দাবি করেছে, তারা তাইওয়ানকে নিজেদের নিয়ন্ত্রণে আনতে চায়। চীনের নেতা শি জিনপিং বারবার চীনের একীকরণের কথা বলছেন।

বেইজিং মনে করে, তাইওয়ান চীনের অংশ। তারা দাবি করে, এই প্রণালীর জলসীমার ওপরও তাদের অধিকার রয়েছে।

কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রসহ অনেক দেশেরই মত হলো, তাইওয়ান প্রণালীতে টহল দেওয়াটা সাধারণ ঘটনা। জলপথ ব্যবহারের স্বাধীনতা সব দেশের আছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম