Logo
Logo
×

আন্তর্জাতিক

রয়টার্সের দাবি

চীনে গোপন ‘যুদ্ধ ড্রোন প্রকল্প’ স্থাপন করেছে রাশিয়া!

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০৬:০১ পিএম

চীনে গোপন ‘যুদ্ধ ড্রোন প্রকল্প’ স্থাপন করেছে রাশিয়া!

রাশিয়া চীনে একটি গোপন যুদ্ধ ড্রোন প্রকল্প স্থাপন করেছে বলে দাবি করা হচ্ছে এবং তা ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহার করার জন্য দীর্ঘ-পাল্লার আক্রমণ ড্রোন তৈরির লক্ষ্যে পরিচালিত হচ্ছে। 

ইউরোপের একটি গোয়েন্দা সংস্থার দুটি সূত্র এবং রয়টার্সের পর্যালোচনা করা নথিগুলোর মাধ্যমে এ তথ্য উঠে এসেছে।

রাশিয়ার রাষ্ট্রীয় অস্ত্র কোম্পানি আলমাজ-অ্যান্তেই-এর একটি সহযোগী প্রতিষ্ঠান আইইএমজেড কুপল চীনের বিশেষজ্ঞদের সহায়তায় গার্পিয়া-৩ (জি৩) নামক একটি নতুন ড্রোন মডেল, এর উন্নয়ন এবং পরীক্ষামূলকভাবে চালু করেছে। 

কুপল এ বছরের শুরুর দিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ে একটি প্রতিবেদন পাঠায়, যেখানে তারা তাদের কাজের বিবরণ তুলে ধরে।

আরেক প্রতিবেদনে কুপল জানায় যে, তারা চীনের একটি কারখানায় জি৩-সহ ড্রোনগুলো ব্যাপকভাবে উৎপাদন করতে সক্ষম হয়েছে, যা ‘বিশেষ সামরিক অভিযান’ হিসেবে পরিচিত ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য প্রস্তুত করা হয়েছে।

এ বিষয়ে বিস্তারিত জানতে রয়টার্সের অনুরোধের পরেও কুপল, আলমাজ-অ্যান্তেই এবং রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় কোনো মন্তব্য করেনি। 

তবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা এ ধরনের কোনো প্রকল্প সম্পর্কে অবগত নয়। সেই সঙ্গে দেশটি ড্রোন রপ্তানির ওপর কঠোর নিয়ন্ত্রণ ব্যবস্থা বজায় রেখেছে বলেও জানানো হয়। সূত্র: আল-জাজিরা

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম