পরমাণু অস্ত্র ব্যবহারের সিদ্ধান্ত বিষয়ক বৈঠকে পুতিন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৪৯ পিএম
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পরমাণু প্রতিরোধ বিষয়ক এক বৈঠকে সভাপতিত্ব করবেন, যা রাশিয়ার নিরাপত্তা পরিষদের অধীনে অনুষ্ঠিত হবে।
ক্রেমলিন জানিয়েছে, ইউক্রেন যখন পশ্চিমা দেশগুলোকে দীর্ঘ-পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার অভ্যন্তরে আক্রমণের অনুমতি চাইছে, ঠিক সেই মূহূর্তে এ বৈঠকটি অনুষ্ঠিত হতে যাচ্ছে।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বুধবার এ বৈঠককে একটি গুরুত্বপূর্ণ ঘটনা বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, বৈঠকে প্রেসিডেন্টের বক্তব্য থাকবে, তবে বাকিটা ‘শীর্ষ গোপনীয়তা’ হিসেবে চিহ্নিত থাকবে।
রাশিয়া তার পরমাণু নীতি পুনর্বিবেচনা করছে বলে সম্প্রতি জানিয়েছে, যা নির্ধারণ করে যে, ঠিক কোন পরিস্থিতিতে পরমাণু অস্ত্র ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হবে।
এর আগে, সোমবার রাশিয়ার পারমাণবিক পরীক্ষা কেন্দ্রের প্রধান আন্দ্রে সিনিৎসিন এক সাক্ষাৎকারে বলেন, যতক্ষণ পর্যন্ত যুক্তরাষ্ট্র পরমাণু পরীক্ষা না চালায়, মস্কোও কোনো পরমাণু অস্ত্র পরীক্ষা করবে না। সূত্র: আল-জাজিরা