Logo
Logo
×

আন্তর্জাতিক

কলার ঝুড়িতে মিলল ৯ কোটি টাকার কোকেন!

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫২ পিএম

কলার ঝুড়িতে মিলল ৯ কোটি টাকার কোকেন!

ছবি : সংগৃহীত

জার্মানির নর্থ রাইন ওয়েস্টফেলিয়া রাজ্যের সুপারশপে কলার ঝুড়ির মধ্যে ৭০ লাখ ইউরোর কোকেন পাওয়া গেছে৷ তবে পুলিশ সেই সুপারশপের নাম প্রকাশ করেনি৷

সোমবার পুলিশ জানিয়েছে, সুপারশপের কর্মীরা কলার ঝুড়ির মধ্যে ৯৫ কেজি কোকেন খুঁজে পান, যার বাজারমূল্য প্রায় ৭০ লাখ ইউরো বলে ধারণা করা হচ্ছে৷ বাংলাদেশি মুদ্রায় যার মূল্য প্রায় ৯ কোটি ৩১ লাখ টাকা। সুপারশপের নাম প্রকাশ করেনি পুলিশ৷

জার্মানভিত্তিক সংবাদমাধ্যম ডয়চে ভেলে জানিয়েছে, ১০ সেপ্টেম্বর ম্যোয়েনশেনগ্লাডবাখ শহরের একই কোম্পানির দুইটি ভিন্ন সুপারশপে সেখানকার কর্মীরা প্রথমে কোকেন পান৷ একইদিন বিকেলে সুপারশপটির ডুইসবুর্গ, ক্রেফেল্ড, ফিয়ারসেন, হাইন্সবার্গ ও নয়েস এর শাখাগুলোতেও কোকেন পাওয়ার খবর পাওয়া যায়৷

এক বিবৃতিতে ম্যোয়েনশেনগ্লাডবাখ পুলিশ জানিয়েছে, তদন্তকারী কর্মকর্তারা ধারণা করছেন এই সুপারশপটি আসলে এই পণ্যের প্রকৃত গ্রাহক না৷ ভুল করে তাদের কাছে এই কোকেন এসেছে৷

পুলিশ মনে করছে, এই চালানটি দক্ষিণ অ্যামেরিকা থেকে প্রথমে বেলজিয়ামের অ্যান্টওয়ার্প বন্দরে এসেছে এবং সেখান থেকে জার্মানির সুপারশপটির বিতরণ কেন্দ্রে এসে পৌঁছেছে৷

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম