Logo
Logo
×

আন্তর্জাতিক

গ্রিসে অভিবাসীদের নৌকাডুবি, নিহত ৪

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৪, ১১:১৬ এএম

গ্রিসে অভিবাসীদের নৌকাডুবি, নিহত ৪

ছবি: যুগান্তর

গ্রিসের স্যামোস দ্বীপের কাছে অভিবাসন প্রত্যাশীদের একটা ছোট নৌকাডুবির ঘটনায় চার জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার এ ঘটনা ঘটে। গ্রিসের কর্মকর্তারা জানিয়েছেন, নৌকাটি তুরস্ক থেকে আসছিল।

কোস্ট গার্ড জানিয়েছে, মৃতদের তিনজন নারী ও একজন অল্পবয়সী মেয়ে। পাঁচজন অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করা হয়। ২৬ জন সাঁতার কেটে তীরে পৌঁছান।

নৌকাডুবির পরেই উদ্ধারকারী দল সক্রিয় হয়। জল, স্থল ও আকাশপথে খোঁজ চলতে থাকে। তখন বেশ জোরে হাওয়া চলছিল। সমুদ্র উত্তাল ছিল। ফলে উদ্ধারকাজ সহজ ছিল না বলে কর্মকর্তারা জানিয়েছেন। 

এই ছোট নৌকাটি কেন ডুবে গেল, তা জানা যায়নি। কারা নৌকায় ছিলেন, তারা কোন দেশের বাসিন্দা সে ব্যাপারেও কিছু বলা হয়নি।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, যেখানে নৌকাডুবি হয়েছে, তার কাছের বাসিন্দারা প্রথমে তাদের বিষয়টি জানান। তারা চিৎকার ও কান্নার শব্দ শুনতে পেয়েছিলেন। সমুদ্র থেকে সাহায্য চেয়ে কাতর আবেদন তাদের কানে এসেছিল। তারা সঙ্গে সঙ্গে কর্মকর্তাদের বিষয়টি জানানোয়, তারা ঘটনাস্থলে চলে আসেন।

গ্রিসের কাছে সমুদ্রে অভিবাসীদের নৌকাডুবি নতুন ঘটনা নয়। বরং তা নিয়মিত হয়। আফ্রিকা, এশিয়া, মধ্যপ্রাচ্য থেকে অভিবাসন প্রত্যাশীদের অনেকেই ইউরোপীয় ইউনিয়নে ঢোকার জন্য গ্রিসকেই বেছে নেন।

গ্রিসের কর্তৃপক্ষ তুরস্কের সঙ্গে সীমান্তে কড়া নজরদারির ব্যবস্থা করেছে। তারা স্থল ও সমুদ্রপথের ওপরও নজর রাখে। তা সত্ত্বেও হাজার হাজার মানুষ সমুদ্রপথে গ্রিসের দ্বীপে আসার চেষ্টা করে।

সম্প্রতি পাচারকারীরাও স্পিডবোটে করে অভিবাসন প্রত্যাশীদের গ্রিসে নিয়ে আসার চেষ্টা করছে।


Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম