Logo
Logo
×

আন্তর্জাতিক

মারমুখী অবস্থানে হিজবুল্লাহ-ইসরাইল, বাড়ছে উত্তেজনা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০২:০৫ পিএম

মারমুখী অবস্থানে হিজবুল্লাহ-ইসরাইল, বাড়ছে উত্তেজনা

হিজবুল্লাহ-ইসরাইল

আন্তর্জাতিক সম্প্রদায়ের যুদ্ধ বিরতির আহ্বানকে উপেক্ষা করে ফের সংঘাতে জড়াতে চলেছে হিজবুল্লাহ ও ইসরাইল। নিজেদের আন্তঃসীমান্ত আক্রমণ জোরদার করার হুমকি দিয়েছে তারা। যাতে ফের এই অঞ্চলে বাড়তে শুরু করেছে উত্তেজনা।

উত্তর লেবাননে ইসরাইলি হামলার পর হিজবুল্লাহর ডেপুটি চিফ নাইম কাসেম একটি বিদ্রোহী বার্তা জারি করেছেন। যেখানে ইসরাইলের সঙ্গে সংঘর্ষ ‘একটি নতুন পর্যায়ে’ প্রবেশ করেছে বলে মন্তব্য করেছেন তিনি।

এদিকে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট তার উত্তরাঞ্চলের বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। বলেন, ‘আমরা যতক্ষণ না ইসরাইলের উত্তর সম্প্রদায়ের লোকেদের তাদের বাড়িতে নিরাপদে প্রত্যাবর্তন নিশ্চিত করতে পারি, ততক্ষণ পর্যন্ত সামরিক পদক্ষেপ অব্যাহত থাকবে।’

কঠোর অবস্থানের কথা জানিয়েছেন সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল হারজি হালেভিও। তিনি বলেন, ‘ইসরাইল তার নাগরিকদের যেই হুমকি দেবে তাকেই আঘাত করবে।’ 

যদিও ইসরাইলের সবচেয়ে বড় মিত্র যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ ব্যাপারে সংযম থাকার আহ্বান জানানো হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র একটি বিস্তৃত সংঘাত প্রতিরোধে অক্লান্ত পরিশ্রম করছে। আমরা একটি বৃহত্তর যুদ্ধকে ভাঙতে আমাদের যথাসাধ্য করে যাচ্ছি।’

উল্লেখ্য, গত সপ্তাহে হিজবুল্লাহ রকেটের একটি ব্যারেজ চালু করে। যা ইসরাইলের বৃহত্তম উত্তর শহর হাইফার কাছে কিরিয়াত বিয়ালিকে পৌঁছায় এবং অবকাঠামোর ক্ষতি করে। যার প্রতিশোধ হিসেবে, ইসরাইল দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ লক্ষ্যবস্তুতে আঘাত হানে, যার মধ্যে একটি বিমানঘাঁটি এবং সামরিক উৎপাদন সুবিধা রয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম