Logo
Logo
×

আন্তর্জাতিক

শেখ হাসিনার ভারতে থাকা নিয়ে যা বললেন লংকান প্রেসিডেন্ট

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৫৭ পিএম

শেখ হাসিনার ভারতে থাকা নিয়ে যা বললেন লংকান প্রেসিডেন্ট

তীব্র গণবিপ্লবের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতেই থাকা উচিত বলে মন্তব্য করেছেন শ্রীলংকার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে। 

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম ফার্স্টপোস্টকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে লংকান প্রেসিডেন্ট এ কথা বলেন।

সাক্ষাৎকারে শেখ হাসিনা ও বাংলাদেশ ইস্যুতে ভারতের করণীয় নিয়ে প্রশ্ন করা হলে বিক্রমাসিংহে বলেন, ‘প্রথমে বাংলাদেশে স্থিতিশীলতা ফেরাতে হবে— মানুষকে প্রথমে আস্থা দিতে হবে। শেখ হাসিনার বিষয়টি রাজনৈতিক ইস্যু। এ ব্যাপারে রাজনৈতিকভাবেই সিদ্ধান্ত নিতে হবে। অনেক নেতা নিজ দেশ ছেড়ে বিদেশে চলে যান। এরপর তারা বিদেশেই থাকেন। আমি এখন প্রাধান্য দেবো… বাংলাদেশ যেন স্থিতিশীল থাকে’।

লংকান প্রেসিডেন্ট আরও বলেন, ‘হাসিনা যদি দেশের বাইরে থাকে, তাহলে তাকে বাইরেই থাকতে দিন। আমি মনে করি দেশে স্থিতিশীলতা দ্রুত ফিরতে হবে। সেনাবাহিনীর প্রয়োজনীয়তা রয়েছে। আমরা সবাই চাই বাংলাদেশ স্বাভাবিকতার ওপর নজর দেবে এবং দেশ কীভাবে চলবে সেখানে সাধারণ মানুষকে যুক্ত করুক’।

শ্রীলংকায়ও ২০২২ সালে বাংলাদেশের মতো গণবিপ্লব হয়। সাধারণ মানুষের রোষের মুখে পড়ে তৎকালীন প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকশে দেশ ছেড়ে পালিয়ে যান। 

এরপর দেশটির প্রেসিডেন্ট হন রনিল বিক্রমাসিংহে। আগামী ২১ সেপ্টেম্বর দেশটিতে নতুন করে প্রেসিডেন্ট নির্বাচন হবে। এতে নিজের জনপ্রিয়তা যাচাই করতে পারবেন রনিল।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম