Logo
Logo
×

আন্তর্জাতিক

মালয়েশিয়ায় সিন্ডিকেটের মূলহোতা শনাক্ত, গ্রেফতারে চলছে অভিযান

Icon

আহমাদুল কবির, মালয়েশিয়া

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:১১ পিএম

মালয়েশিয়ায় সিন্ডিকেটের মূলহোতা শনাক্ত, গ্রেফতারে চলছে অভিযান

মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশনের প্রধান কমিশনার তান শ্রী আজম বাকি। ছবি: সংগৃহীত।

মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের অবৈধভাবে বিমানবন্দর পার করার জন্য গড়ে ওঠা একটি সিন্ডিকেটের মূলহোতাকে শনাক্ত করেছে দেশটির দুর্নীতি দমন কমিশন (এমএসিসি)।

বুধবার দেশটির দুর্নীতি দমন কমিশন এক বিবৃতিতে জানিয়েছে, বাংলাদেশি কর্মীদের অবৈধ উপায় অবলম্বন করে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বের করার জন্য একটি সিন্ডিকেট গড়ে উঠেছে।

আর ওই সিন্ডিকেটের মূলহোতা বাংলাদেশি। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের প্রধান কমিশনার তান শ্রী আজম বাকি। তবে এই বাংলাদেশির নাম প্রকাশ করেনি কমিশন।

বিবৃতিতে বলা হয়েছে, বিমানবন্দরের ‘কাউন্টার সেটিং’ ব্যবহার করে বিদেশিদের পার করার জন্য ওই সিন্ডিকেট বিভিন্ন কোড ব্যবহার করে। যেমন বাংলাদেশি নাগরিকদের বলা হয় ‘স্কুল বয়’, পাকিস্তানিদের ‘কার্পেট’ ভারতীয়দের ‘সয়া সস’ অথবা ‘রুটি চানাই’, আর মিয়ানমার নাগরিকদের ‘জান্তা’।

কমিশন বলছে, ওই সিন্ডিকেটের মাধ্যমে বাংলাদেশি কর্মীদের প্রবেশের জন্য মালয়েশিয়ার নিরাপত্তা বাহিনীর বিভিন্ন এজেন্টকে ঘুষ দিয়ে ইমিগ্রেশন কর্মকর্তাদের হাতে পৌঁছে দেয়া হয়। ওই সিন্ডিকেটটি নিয়ন্ত্রণ করছেন একজন বাংলাদেশি।

কমিশনের প্রধান কমিশনার জানান, সিন্ডিকেটের মূলহোতা ওই বাংলাদেশি এখনও মালয়েশিয়ায় অবস্থান করছেন এবং তাকে নজরদারিতে রাখা হয়েছে। যেকোনো সময় তাকে গ্রেফতার করা হতে পারে।

মালয়েশিয়ায় শ্রমিক আনা ওই বাংলাদেশি সিন্ডিকেটের কর্মকান্ডের বিষয়ে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছ থেকে এখনও কোনো সিদ্ধান্ত না পাওয়ায় কিছুটা বিলম্বিত হচ্ছে বলে জানান কমিশনার ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম