Logo
Logo
×

আন্তর্জাতিক

রাফাহতে ভয়াবহ সংঘর্ষে ইসরাইলি ৪ সেনা নিহত

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৪:১৩ পিএম

রাফাহতে ভয়াবহ সংঘর্ষে ইসরাইলি ৪ সেনা নিহত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার রাফাহ শহরে ভয়াবহ সংঘর্ষে ইসরাইলের চার সেনা নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। ইসরাইলের সামরিক বাহিনী মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।

নিহতরা হলো- ক্যাপ্টেন ড্যানিয়েল মিমন তোফ, স্টাফ সার্জেন্ট আগম নাইম, স্টাফ সার্জেন্ট অমিত বাকরি এবং স্টাফ সার্জেন্ট দোতান শিমন। নিহতদের বয়স ২১ থেকে ২৩ বছরের মধ্যে। 

এর মধ্যে মিমন তোফ ছিলেন ডেপুটি কোম্পানি কমান্ডার। এছাড়া নাইম হলেন ইসরাইলের প্রথম নারী সৈনিক, যিনি গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে স্থল অভিযানে নিহত হলেন। 

এসব সেনার মৃত্যুতে গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে স্থল আগ্রাসন চালাতে গিয়ে ইসরাইলের হিসাব মতে, নিহত সেনার সংখ্যা ৩৪৮-এ দাঁড়ালো। 

মঙ্গলবারের সংঘর্ষে যে কোম্পানির চার সেনা নিহত হয়েছেন, ওই কোম্পানিরই এক অফিসার ও দুই সৈনিক গুরুতরভাবে আহত হয়েছেন। 

এদিকে রাফায় আরপিজি ফায়ারে গিভাতি ব্রিগেডের নজরদারি ইউনিটের এক অফিসার গুরুতর আহত হয়েছেন। এ ঘটনার তথ্যও ইসরাইলি বাহিনী নিশ্চিত করেছে। সূত্র: টাইমস অব ইসরাইল

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম