২০৬ বন্দি বিনিময় করল রাশিয়া-ইউক্রেন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৪৭ পিএম
যুদ্ধবন্দি
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে দুদেশেই বন্দি হয়েছেন বহু সেনা সদস্য। যাদের বিনিময় প্রক্রিয়া শুরু করেছে দেশ দুটি। শনিবার সংযুক্ত আরব আমিরাতের মধ্যস্থতায় নিজেদের মধ্যে ২০৬ যুদ্ধবন্দি বিনিময় করেছে রাশিয়া ও ইউক্রেন। খবর বিবিসির।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, বন্দিদের মধ্যে ১০৩ জন মুক্তিপ্রাপ্ত সেনা সদস্য কুরস্ক আক্রমণের সময় বন্দি হয়েছিলেন। মুক্তির আনন্দ লক্ষ্য করা গেছে বন্দিদের মধ্যেও। মুক্তির পর ইউক্রেনীয় এক সেনাকে দেখা গেছে ক্যামেরার দিকে তাকিয়ে ভিক্টরি সাইন দেখিয়ে হাসতে।
বন্দিদের বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউক্রেনের মুক্তিপ্রাপ্তদের মধ্যে সশস্ত্র বাহিনী, ন্যাশনাল গার্ড, সীমান্তরক্ষী এবং পুলিশ সদস্যরা রয়েছেন। এদের মধ্যে ৮২ জন সশস্ত্র বাহিনী, ন্যাশনাল গার্ড, বর্ডার গার্ড এবং পুলিশের ২১ জন অফিসার রয়েছে। কিয়েভ, দোনেৎস্ক, মারিউপোল, আজভস্টাল, লুহানস্ক, জাপোরিঝিয়া এবং খারকিভ অঞ্চল থেকে তাদের আটক করা হয়েছিল। বর্তমানে আমাদের লোকেরা এখন বাড়িতে রয়েছেন।
এর আগে, গত মাসে, ইউক্রেনের সেনারা রাশিয়ার সীমান্ত পেরিয়ে আক্রমণ শুরু করে। পরে তারা কুরস্ক অঞ্চলের ৩০ কিলোমিটার পর্যন্ত দখলে নেয়।
এদিকে রাশিয়া বলেছে, তার মুক্তিপ্রাপ্ত সৈন্যরা বেলারুশে রয়েছে এবং তাদের প্রয়োজনীয় মানসিক ও চিকিৎসা সহায়তা দেওয়া হবে। রাশিয়ায় ফিরে যাওয়ার আগে তাদের আত্মীয়দের সাথে যোগাযোগ করার অনুমতি দেওয়া হবে।
এর আগে, গত
আগস্টে কুরস্ক আক্রমণের পর সংযুক্ত আরব আমিরাতের মধ্যস্থতায় ২৩০ জন বন্দির একটি প্রাথমিক
বিনিময় সম্পন্ন হয়েছিল।