Logo
Logo
×

আন্তর্জাতিক

কলকাতার ব্যস্ত রাস্তায় বিস্ফোরণ, আহত ১

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৫২ পিএম

কলকাতার ব্যস্ত রাস্তায় বিস্ফোরণ, আহত ১

ছবি: ইন্ডিয়া টুডে

কলকাতার ব্যস্ততম এসএন ব্যানার্জি রোডে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুর পৌনে দুইটার দিকে এসএন ব্যানার্জি রোডের ওয়েলিংটন এবং জানবাজার ক্রসিংয়ের মধ্যকার রাস্তার পাশে পড়ে থাকা একটি প্লাস্টিক ব্যাগ বিস্ফোরিত হয়েছে। এ ঘটনায় একজন আহত হয়েছেন। খবর আনন্দবাজার অনলাইনের।

জানা গেছে, রাস্তার পাশে পড়ে থাকা সে প্লাস্টিকের ব্যাগটি তুলতে গিয়ে আহত হয়েছেন ৫৮ বছর বয়সি বাপি দাস। বিস্ফোরণে তার কয়েকটি আঙুল উড়ে গেছে বলে জানিয়েছে এনডিটিভি। আহত বাপি দাসকে চিকিৎসার জন্য এনআরএস হাসপাতালে নেওয়া হয়েছে।

এদিকে বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। পরে বম্ব স্কোয়াডের সদস্যরাও ঘটনাস্থলে যান। তবে প্লাস্টিকের ব্যাগে কোন বোমা ছিল কিনা বা ঠিক কী বিস্ফোরিত হয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম