সংবিধান সংশোধনে বাধ্য করা উচিত হবে না: বিলাওয়াল
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০১:৪২ পিএম
বিলাওয়াল ভুট্টো
সম্প্রতি পাকিস্তানের
রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠছে। সংবিধান সংশোধনের দাবিও তোলা হচ্ছে। তবে এ দাবির
পক্ষে নন, পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি।
তার মতে, সংসদীয় দলগুলির মধ্যে ঐকমত্য ছাড়া কোনো সংবিধান সংশোধনী পাশ করা ঠিক হবে
না।
শুক্রবার পার্লামেন্ট
হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিলাওয়াল পাকিস্তানের রাজনীতি, অর্থনীতি ও বিচার
ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এ সময় তিনি জাতীয় নিরাপত্তার জন্য বর্তমান
হুমকির কথা স্বীকার করে দুঃখ প্রকাশ করেন। সেই সঙ্গে বলেন, এই জটিল ইস্যু নিয়ে এখনও
রাজনৈতিক খেলা হচ্ছে।
বিক্ষোভে উস্কানি দেওয়ায় ইমরান খানের বিরুদ্ধে মামলা
সংবিধান সংশোধন করা হবে কিনা এমন এক প্রশ্নের জবাবে বিলাওয়াল বলেন, ‘যেকোনো সংসদের প্রধান কাজ হলো আইন প্রণয়ন এবং সংবিধান সংশোধন করা। শহীদ জুলফিকার আলী ভুট্টো দেশকে সর্বসম্মত সংবিধান দিয়েছিলেন। এর পরে আমরা ১৮তম সংশোধনীর মাধ্যমে একই সংবিধান পুনরুদ্ধার করেছি। প্রত্যেক রাজনৈতিক দল সংসদে উপস্থিত থাকে এবং [সংসদের একটি সনদে] কমিটিতে সকলের প্রতিনিধিত্ব করা হয়। [এই দলগুলোর মধ্যে] একটি চুক্তি না হলে [সাংবিধানিক] সংশোধনী আনা কঠিন হবে। কাউকে সংবিধান সংশোধন করতে বাধ্য করা উচিত নয়।’
বর্তমান সংবিধান নিয়ে বিলাওয়াল ভুট্টো আরও বলেন, ‘প্রতিটি প্রতিষ্ঠানই কোনো না কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। সবাই দেখতে পাচ্ছে যে এই ব্যবস্থা কাজ করছে না। সংসদসহ আমাদের সব প্রতিষ্ঠানই সমস্যার সম্মুখীন হচ্ছে। সাংবাদিকতাও এই সময়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে।’
আইনশৃঙ্খলা
পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন বিলাওয়াল, ‘সম্প্রতি, বেলুচিস্তানে সন্ত্রাসবাদের
ঘটনা ঘটেছে এবং কে-পি [খাইবার-পাখতুনখোয়া] পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। কে-পি মুখ্যমন্ত্রী তার নিজের গ্রামে সমস্যার সম্মুখীন
হচ্ছেন। প্রথমবারের মতো পাকিস্তানের জনগণকে শান্তি দিতে অসুবিধা হচ্ছে এবং প্রথমবারের
মতো এমনকি এই ইস্যুটিকে রাজনীতিকরণ করা হচ্ছে।’