Logo
Logo
×

আন্তর্জাতিক

৫ বছরের মধ্যে বৃষ্টিপাত নিয়ন্ত্রণে আনার পরিকল্পনা ভারতের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩৯ পিএম

৫ বছরের মধ্যে বৃষ্টিপাত নিয়ন্ত্রণে আনার পরিকল্পনা ভারতের

জলবায়ু সমস্যা মোকাবিলায় নতুন প্রকল্প চালু করেছে ভারত। নাম- মিশন মৌসুম। আগামী পাঁচ বছরের মধ্যে বৃষ্টি, বজ্রপাত এবং শিলাবৃষ্টির মতো আবহাওয়ার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনাই হল এই প্রকল্পের লক্ষ্য।

আরও আগে, আরও সহজভাবে যাতে আবহাওয়ার পূর্বাভাস পাওয়া যায়, কিংবা আবহাওয়ার সম্ভাব্য পরিবর্তনের প্রতিটি এলার্ট যাতে আগেভাগে হাতে চলে আসে, তা মাথায় রেখেই মৌসুম জিপিটি নামে একটি এআই মডেল তৈরি করা হবে। ‘মৌসুম জিপিটি’, একটি চ্যাটজিপিটি অ্যাপ্লিকেশন, যা ব্যবহারকারীদের আগামী পাঁচ বছরে লিখিত এবং অডিও, উভয়ভাবেই দ্রুত আবহাওয়া সম্পর্কিত তথ্য পেতে সহায়তা করবে। এই পরিকল্পনা সফল হলে, বড় ধরনের আবহাওয়া পরিবর্তনের চেষ্টা করা প্রথম দেশগুলির মধ্যে একটিই হবে ভারত।

আবহাওয়া, বিশেষ করে বৃষ্টি নিয়ন্ত্রণের এই প্রকল্পকে দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে সরকার। আগামী ১৮ মাসের মধ্যে, পরীক্ষাগারে পরীক্ষা করা হবে এআই মডেলটি। দেখা হবে যে এই প্রযুক্তি আদৌ বৃষ্টিপাত বাড়াতে বা কমাতে পারবে কিনা। এরপর, এইভাবে আগামী পাঁচ বছরের মধ্যে এই আবহাওয়া নিয়ন্ত্রণ প্রকল্পকে পুরোপুরি কার্যকর করা হবে। এ প্রসঙ্গে কথা বলতে গিয়ে, আর্থ সায়েন্সেস সেক্রেটারি এম. রবিচন্দ্রন উল্লেখ করেছেন যে স্বাধীনতা দিবসের মতো বিশেষ অনুষ্ঠানের সময় আবহাওয়াকে নিয়ন্ত্রণ করার জন্য কাজে আসতে পারে এই প্রযুক্তি। তখন প্রয়োজনে বৃষ্টিও রোধ করতে করা যাবে।

জলবায়ু পরিবর্তনের কারণে মারাত্মক বন্যা, খরা এবং শিলাবৃষ্টির মতো আরও চরম আবহাওয়ার ঘটনার সম্মুখীন হচ্ছে ভারত। আর মিশন মৌসম এই বিপর্যয়গুলি নিয়ন্ত্রণ করতে সাহায্য করতে পারে। উদাহরণস্বরূপ, বন্যা প্রতিরোধের জন্য বৃষ্টি বন্ধ করা বা খরার সময় বৃষ্টি তৈরি করা।

চরম আবহাওয়াকে আরও ভালোভাবে নিয়ন্ত্রণ করার জন্য ভারতের মিশন মৌসুম, মৌসুম জিপিটি-এর মতো এআই টুলের পাশাপাশি ক্লাউড সিডিংও করার কথা ভেবেছে৷ উন্নত মানের রাডার, সুপার কম্পিউটার, শক্তিশালী সেন্সর সহ রিয়েল-টাইম ডেটা প্রচারের জন্য বিশেষ সিস্টেমের সাহায্যে প্রকল্পটির কাজ চলবে। এই নতুন প্রযুক্তির দরুণ আবহাওয়ার পূর্বাভাস আরও আগে জানা যাবে। হঠাৎ করে ভারি বৃষ্টির মতো প্রাকৃতিক দুর্যোগের কথাও জানতে পারবে আবহাওয়া দপ্তর। 

আবহাওয়া নিয়ে কারসাজির প্রচেষ্টা ভারতে নতুন নয়। ভারত ইতিমধ্যেই কৃত্রিম বৃষ্টি তৈরির কৌশল নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছে, বিমান ব্যবহার করে ক্লাউড সিডিং করছে। এছাড়াও জমাট বাধা মেঘের বৈশিষ্ট্য অধ্যয়ন করতে, রাজ্যে বৃষ্টিপাত বাড়ানোর জন্য, সরকার মহারাষ্ট্রে ক্লাউড অ্যারোসল ইন্টারঅ্যাকশন এবং বৃষ্টিপাত বৃদ্ধির বিভিন্ন এক্সপেরিমেন্ট করাই মতো পাইলট প্রকল্পগুলি চালাচ্ছে৷

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম