Logo
Logo
×

আন্তর্জাতিক

কঙ্গোতে ৩ মার্কিন নাগরিকসহ ৩৭ জনের মৃত্যুদণ্ড

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১০:০৩ এএম

কঙ্গোতে ৩ মার্কিন নাগরিকসহ ৩৭ জনের মৃত্যুদণ্ড

কঙ্গো প্রজাতন্ত্রে সামরিক আদালতে ৩৭ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডাদেশ প্রাপ্তদের মধ্যে ৩১ জন কঙ্গোর এবং তিনজন যুক্তরাষ্ট্রের এবং যুক্তরাজ্য, বেলজিয়ামের ও কানাডার একজন করে নাগরিক রয়েছে।

চলতি বছরের মে মাসে একটি ব্যর্থ অভ্যুত্থানের দায়ে তাদের এ সাজা দেওয়া হয়।  সামরিক আদালতের প্রেসিডেন্ট ফ্রেডি ইহুম শুক্রবার এ রায় ঘোষণা করেন। খবর আলজাজিরার। 

ফ্রেনি ইহুম বলেন, সন্ত্রাসী কার্যক্রম এবং হামলার জন্য তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। শুক্রবার রায় দেওয়ার সময় তা টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়। 

আসামিদের আপিলের জন্য পাঁচদিন সময় দিয়েছেন আদালত। এছাড়া গত জুনে শুরু হওয়া এ মামলা ১৪ জনকে মুক্তি দেওয়া হয়েছে। 

ছয় বিদেশি নাগরিকের আইনজীবী রিচার্জ বন্ড বার্তা সংস্থা এপিকে বলেন, রায়ের বিরুদ্ধে আপিল করা হবে। 

সামরিক কর্মকর্তারা জানিয়েছেন, ব্যর্থ অভ্যুত্থানে সশস্ত্র ব্যক্তিরা গত ১৯ মে রাজধানী কিনশাসাতে প্রেসিডেন্ট অফিস দখল করে নেয়। এ ঘটনায় ওই সশস্ত্র ব্যক্তিদের নেতা মার্কিন-ভিত্তিক কঙ্গোলিজ রাজনীতিবিদ ক্রিশ্চিয়ান মালাঙ্গা নিরাপত্তা বাহিনীর হাতে নিহত হন। এছাড়া ব্যর্থ অভ্যুত্থানে বন্দুকধারীদের হামলায় দুই নিরাপত্তাকর্মীও নিহত হয়। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম