Logo
Logo
×

আন্তর্জাতিক

ব্লিঙ্কেনের অভিযোগ ‘ভিত্তিহীন’, যা বলল রাশিয়া

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫০ পিএম

ব্লিঙ্কেনের অভিযোগ ‘ভিত্তিহীন’, যা বলল রাশিয়া

রাশিয়ায় বিদেশ থেকে অস্ত্র সরবরাহের বিষয়ে সাম্প্রতিক যে আলোচনা চলছে, সেসব ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিলেন রাশিয়ার প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ।

বুধবার মস্কোয় এক প্রেস ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা অনেক অভিযোগ শুনতে পাচ্ছি, যেখানে বলা হচ্ছে- রাশিয়ায় অস্ত্র সরবরাহ করা হয়েছে। কিন্তু এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন। 

সম্প্রতি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেনের বক্তব্যের প্রেক্ষাপটে পেসকভ এ মন্তব্য করেছেন। ব্লিঙ্কেন তার বক্তব্যে দাবি করেছিলেন যে, ইরান রাশিয়াকে ক্ষেপণাস্ত্র সরবরাহ করছে।

এ বিষয়ে পেসকভ বলেন, আমরা অনেকগুলো দেশের সঙ্গে আমাদের সম্পর্ক উন্নয়ন করছি এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতাও চালিয়ে যাচ্ছি। আমরা এ সহযোগিতা চালিয়ে যাব, যাতে সংশ্লিষ্ট সব দেশের স্বার্থ বজায় থাকে।

এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন ঘোষণা করেন যে, ইরান ও রাশিয়ার মধ্যে সামরিক ও প্রযুক্তিগত সহযোগিতার কারণে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা আরোপ করার সিদ্ধান্ত নিয়েছে। 

সে সময় ‘তেহরান মস্কোকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহ করছে’ বলেও দাবি করেন ব্লিঙ্কেন। সূত্র: তাস নিউজ এজেন্সি

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম