Logo
Logo
×

আন্তর্জাতিক

ইসরাইলের ‘পরাজয়’ নিয়ে যে তথ্য দিলেন সাবেক মন্ত্রী

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৫:২৯ পিএম

ইসরাইলের ‘পরাজয়’ নিয়ে যে তথ্য দিলেন সাবেক মন্ত্রী

ইসরাইল এখন কৌশলগত পরাজয় থেকে মাত্র এক ধাপ দূরে দাঁড়িয়ে আছে বলে মন্তব্য করেছেন দখলদার সরকারের সাবেক ন্যায়বিচার মন্ত্রী হাইম রামন। 

মঙ্গলবার ইসরাইলের প্রভাবশালী দৈনিক মারিভকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইসরাইলের সামরিক ও রাজনৈতিক কর্তৃপক্ষ যে বিষয়গুলো আলোচনা করতে সাহস পাচ্ছে না, সেগুলো জনগণের সামনে প্রকাশ করা প্রয়োজন। 

অবরুদ্ধ গাজায় দীর্ঘ ১১ মাস ধরে চলা যুদ্ধে ইসরাইল কোনো লক্ষ্যেই পৌঁছাতে পারেনি বলেও অভিযোগ করেন তিনি।

হাইম রামনের মতে, ইসরাইলের সামরিক বাহিনী ও রাজনৈতিক নেতৃত্বের ব্যর্থতা স্পষ্ট। তিনি বলেন, ইসরাইল বিজয়ের পথে নেই, বরং কৌশলগত পরাজয়ের দিকে এগিয়ে যাচ্ছে। 

এমনকি যুদ্ধের দীর্ঘস্থায়ীতা এবং লক্ষ্য পূরণে অক্ষমতা নেতানিয়হুর সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলেও মনে করেন তিনি।

হাইম রামনের এ বিবৃতি ইসরাইলি সমাজ ও রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। কারণ এটি ইঙ্গিত দেয় যে, সাম্প্রতিক যুদ্ধে ইসরাইল বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে এবং তারা কৌশলগতভাবে দুর্বল অবস্থানে রয়েছে। সূত্র: ইরনা

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম