Logo
Logo
×

আন্তর্জাতিক

নতুন পররাষ্ট্র সচিব নিয়োগ দিল পাকিস্তান

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১০:০৩ এএম

নতুন পররাষ্ট্র সচিব নিয়োগ দিল পাকিস্তান

ছবি সংগৃহীত

ফরেন সার্ভিসের কর্মকর্তা আমনা বালুচকে নতুন পররাষ্ট্র সচিব হিসেবে নিয়োগ দিয়েছে পাকিস্তান। পররাষ্ট্র সচিব পদে তিনি মুহাম্মদ সাইরাস সাজ্জাদ কাজীর স্থলাভিষিক্ত হচ্ছেন। রোববার এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে জিও নিউজ।

প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে ইউরোপীয় ইউনিয়ন, বেলজিয়াম ও লুক্সেমবার্গে পাকিস্তানের রাষ্ট্রদূতের দায়িত্বে আছের আমনা বালুচ। আগামী ১১ সেপ্টেম্বর নতুন দায়িত্বে যোগ দেবেন তিনি।

ইইউতে পাকিস্তানের রাষ্ট্রদূত হিসেবে যোগদানের আগে মালয়েশিয়ায় পাকিস্তানের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে আমনা বালুচের।

ইতিহাসে স্নাতকোত্তর ডিগ্রিধারী বালুচ ১৯৯১ সালে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের চাকরিতে যোগ দেন। তিনি চীনের চেংডুতে পাকিস্তানের কনসাল জেনারেলসহ বিভিন্ন মিশনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

পাকিস্তানের টালমাটাল রাজনৈতিক পরিবেশে পররাষ্ট্রসচিবের দায়িত্ব গুরুত্বপূর্ণ।  বিদেশি বিনিয়োগ আকৃষ্ট, ভারতের সঙ্গে বৈরিতা, কাশ্মির ইস্যুসহ বিভিন্ন কারণে জটিল পরিস্থিতির চাপ রয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম