Logo
Logo
×

আন্তর্জাতিক

আগস্টে গাজায় খাদ্য সহায়তা পায়নি ১০ লাখ মানুষ: জাতিসংঘ  

Icon

নোমান সাবিত, নিউ ইয়র্ক প্রতিনিধি

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৪, ০১:২৪ পিএম

আগস্টে গাজায় খাদ্য সহায়তা পায়নি ১০ লাখ মানুষ: জাতিসংঘ  

জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেছেন, গাজার মধ্য ও দক্ষিণাঞ্চলে ১০ লাখের বেশি মানুষ আগস্ট মাসে কোনো খাদ্য সহায়তা পায়নি। গাজার মানবিক পরিস্থিতি বিপর্যয় রয়ে গেছে।

বৃহস্পতিবার জাতিসংঘের মুখপাত্র বৃহস্পতিবার জোর দিয়ে বলেছেন, ‘গাজায় দখলদার শক্তি হিসেবে’ ইসরাইলি সরকারকে মানবিক সংস্থাগুলো যেন সঠিকভাবে তাদের কাজ করতে পারে, সে বিষয়টি নিশ্চিত করতে হবে।

এদিন এক সংবাদ সম্মেলনে জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক জাতিসংঘ এবং জাতিসংঘের ত্রাণ ও কর্ম সংস্থার (ইউএনআরডব্লিউএ) ওপর জোর দেন এবং জাতিসংঘকে গাজায় মানবিক সহায়তার ‘মেরুদণ্ড, হৃদয়, ফুসফুস ও বাহু’ হিসেবে উল্লেখ করেন।

মানবিক প্রচেষ্টাগুলোর প্রবেশাধিকার নিশ্চিত করতে ‘গাজায় দখলদার শক্তি হিসেবে’ ইসরায়েলের ভূমিকার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে স্টিফেন ডুজারিক বলেন, ‘আমরা ব্যবস্থাপনায় উন্নতির বিষয়ে ইসরাইলি সংশ্লিষ্টদের সঙ্গে ক্রমাগত যোগাযোগ রাখছি, বিশেষ করে ইসরাইলের সামরিক বাহিনীর সরকারি কার্যক্রমের সমন্বয় সংস্থা-সিওজিএটির সঙ্গে।’

গাজার মানবিক পরিস্থিতি বিপর্যয় উল্লেখ করে মুখপাত্র ডুজারিক বলেন, জুলাইয়ের তুলনায় সরবরাহ করা রান্না করা খাবারে উল্লেখযোগ্য ৩৫ শতাংশ হ্রাস পেয়েছে। ইসরাইলি নিরাপত্তা বাহিনীর জারি করা একাধিক উচ্ছেদ আদেশের জন্য এমনটি ঘটেছে। কমপক্ষে ৭০টি কিচেনকে রান্না করা খাবার সরবরাহ স্থগিত করতে অথবা অন্যত্র সরে যেতে বাধ্য করেছে। আগস্টে গাজার মধ্য ও দক্ষিণাঞ্চলের ১০ লাখের বেশি মানুষ খাদ্য সহায়তা পায়নি।

অবিলম্বে যুদ্ধবিরতির দাবিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাব থাকা সত্ত্বেও ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে ইসরাইল গাজা উপত্যকায় তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে। স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে, প্রায় ৪০ হাজার ৯০০ ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু এবং ৯৪ হাজার ৪০০ জনেরও বেশি আহত হয়েছে।

অবরুদ্ধ উপত্যকাটিতে খাদ্য, বিশুদ্ধ পানি ও ওষুধের তীব্র ঘাটতি দেখা দিয়েছে এবং এই অঞ্চলের বেশিরভাগ অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আন্তর্জাতিক বিচার আদালতে ইসরাইলের বিরুদ্ধে গাজায় গণহত্যা চালানোর অভিযোগ রয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম