Logo
Logo
×

আন্তর্জাতিক

গাজায় প্রতিটি প্রাণের মৃত্যুর জন্য ইসরাইল ও তার সমর্থকরা দায়ী: এরদোগান

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০১:০৯ পিএম

গাজায় প্রতিটি প্রাণের মৃত্যুর জন্য ইসরাইল ও তার সমর্থকরা দায়ী: এরদোগান

ছবি: সংগৃহীত

তুরস্কের প্রসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, তুরস্ক, মিশর ও ফিলিস্তিনের বিষয়ে এক মত পোষণ করে। দুই দেশ ফিলিস্তিনে ইসরাইলের হামলা বন্ধ করতে এবং একটি স্থায়ী অস্ত্রবিরতির দিকে এগিয়ে যেতে সম্মত হয়েছে। 

বুধবার (৫ সেপ্টেম্বর) রাজধানী আঙ্কারায় এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এরদোগান মিশরের সহযোগিতার প্রশংসা করে বলেন, মিশর তুরস্কের সাহায্য কার্যক্রমে সহায়তা প্রদান করেছে। তুরস্ক গাজার মানবিক সহায়তার প্রায় ৩২ শতাংশ প্রদান করে।

তিনি বলেন, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ৪১ হাজার ফিলিস্তিনিকে হত্যার জন্য দায়ী। মার্কিন সিনেটে প্রশংসার পরিবর্তে তার অপরাধের জন্য বিচার হওয়া উচিত। যেখানে তিনি তার বক্তৃতার জন্য দাঁড়িয়ে প্রশংসা পেয়েছিলেন। যা সম্পূর্ণ মিথ্যা এবং উস্কানিমূলক ছিল। 

এরদোগান বলেন, ক্ষুধা, পানি বা ওষুধের অভাবে গাজায় মারা যাওয়া প্রতিটি নিষ্পাপ প্রাণের মৃত্যুর জন্য ইসরাইল ও তার সমর্থকরা দায়ী।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম