
প্রিন্ট: ১৮ মার্চ ২০২৫, ০১:৫৮ এএম
ব্যাটলগ্রুপ ইস্টে ইউক্রেনের ১০০ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৪, ০৪:৪৭ পিএম

আরও পড়ুন
রাশিয়ান সশস্ত্র বাহিনীর ব্যাটলগ্রুপ ইস্টে গত ২৪ ঘণ্টায় ১০০ ইউক্রেনীয় সেনা সদস্য নিহত হয়েছে বলে দাবি করে করেছে রাশিয়া।
সেই সঙ্গে ইউক্রেনের একটি কোজাক সাঁজোয়া যান এবং একটি পোলিশ-নির্মিত ক্র্যাব আর্টিলারিকে ধ্বংস করেছে রুশ বাহিনী।
শনিবার রাশিয়ান ব্যাটলগ্রুপ প্রেস অফিসের প্রধান আলেকজান্ডার গরদেয়েভ এসব তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় তাদের যুদ্ধদল ইউক্রেনের ১০০ জন সেনা, একটি কোজাক সাঁজোয়া যান, একটি ক্র্যাব আর্টিলারি, ৬টি অটোমোবাইল যান এবং একটি গোলাবারুদের ডিপো ধ্বংস করেছে।
তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে ইউক্রেন কর্তৃপক্ষের কোনো মন্তব্য পাওয়া যায়নি। সূত্র: তাস