ছেলের নিরাপত্তা নিয়ে শঙ্কিত নেতানিয়াহু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৪, ১০:৫৫ পিএম
ইরানের প্রত্যাশিত প্রতিশোধ নিয়ে উদ্বেগের কারণে যুক্তরাষ্ট্রে বসবাসরত ছেলে ইয়াইরের নিরাপত্তা নিয়ে শঙ্কিত ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
আর এ কারণে তিনি মার্কিন সরকারের কাছে ছেলের নিরাপত্তা বাড়ানোর অনুরোধও জানিয়েছেন।
ইসরাইলি সংবাদমাধ্যম ওয়ালার বরাত দিয়ে বুধবার আল-মায়াদিন এ তথ্য জানিয়েছে।
ওয়ালা জানিয়েছে, ৩৩ বছর বয়সি ইয়াইর নেতানিয়াহু ২০২৩ সালের এপ্রিল থেকে ফ্লোরিডার মিয়ামিতে বসবাস করছেন। সেখানে তাকে ইসরাইলি সরকারের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিষেবা সিনবেত সুরক্ষা দিয়ে থাকে এবং এ জন্য প্রতি বছরে প্রায় ৬ লাখ ৮০ হাজার মার্কিন ডলার খরচ করতে হয়।
নেতানিয়াহুর ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে ওয়ালা জানিয়েছে, ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক ইয়োসি শেলি সম্প্রতি নেতানিয়াহুর অনুরোধে ইয়াইরের নিরাপত্তা স্তর পর্যালোচনা করার জন্য সিনবেতের ব্যক্তিগত নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা কমিটির কাছে যোগাযোগ করেছিলেন। তাদের অনুমান, ইরানের প্রতিশোধের অংশ হিসেবে বিদেশে থাকা ইসরাইলি নেতৃত্বের পরিবার-পরিজন এবং সম্পদ লক্ষ্যবস্তু হতে পারে।
এ নিয়ে সিনবেতের উপদেষ্টা কমিটি ইয়াইরের নিরাপত্তা বৃদ্ধির ন্যায্যতা প্রমাণের জন্য গোয়েন্দা তথ্যের জন্য অনুরোধ করেছিল।