গাজায় ইসরাইলি পার্লামেন্টের নিরাপত্তা প্রধানের ছেলে নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৪, ১০:৩২ পিএম
ইসরাইলি পার্লামেন্টের (নেসেট) নিরাপত্তা ও বৈদেশিক সম্পর্ক কমিশনের প্রধানের ছেলে দক্ষিণ গাজায় নিহত হয়েছেন।
বুধবার ইসরাইলি সেনাবাহিনী এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।
ইসরাইলি বাহিনী জানিয়েছে, নিহতের নাম অমিত ফ্রিডম্যান (১৯)। তিনি ইসরাইলি সেনাবাহিনীর একজন স্টাফ সার্জেন্ট পদ মর্যাদার একজন সৈনিক ছিলেন।
ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বুধবার জানিয়েছে, অমিত ফ্রিডম্যান অর ইহুদাস্থ নাহাল ব্রিগেডের ৯৩২ ব্যাটালিয়নে যুক্ত ছিলেন। দক্ষিণ গাজায় হামাসের সঙ্গে যুদ্ধে তিনি নিহত হন। তাকে নিয়ে চলমান যুদ্ধে নিহত ইসরাইলি সেনার সংখ্যা বেড়ে ৭০৩ জনে ঠেকেছে। সূত্র: মেহের নিউজ