Logo
Logo
×

আন্তর্জাতিক

বোমা ও ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলি কর্মকর্তাসহ নিহত ২

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৪, ০৭:৩৯ পিএম

বোমা ও ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলি কর্মকর্তাসহ নিহত ২

অধিকৃত পশ্চিম তীরে বেথলহেম নামে পরিচিত বেইত লাহম শহরে বাসে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইসের (আইইডি) বিস্ফোরণে এক ইসরাইলি কর্মকর্তা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই ইসরাইলি সেনা।

রোববার রাতে আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এর আগে ইসরাইলি সংবাদমাধ্যম জানিয়েছে, বেইত লাহমের কাছে একটি বাসে বিস্ফোরণ ঘটেছে।

ফিলিস্তিনি ও লেবাননের সশস্ত্র গোষ্ঠীর এ হামলা চালিয়েছে দাবি করে ইসরাইলি গণমাধ্যম জানিয়েছে, এতে ইসরাইলি বাহিনীর তিন সেনা আহত হয়েছেন। 

এদিকে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের উত্তরে আক্কার কাছে একটি জাহাজে ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলি নৌবাহিনীর এক সেনা নিহত এবং আরেকজন গুরুতর আহত হয়েছেন বলে গণমাধ্যমে বলা হয়েছে। সূত্র: ইরনা

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম