রুশ হামলায় ইউক্রেনের ৮ রকেট ৪১ ড্রোন ভূপাতিত, নিহত ১৯৬০
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৪, ০৭:৩৭ পিএম
রাশিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী গত ২৪ ঘণ্টায় ৪১টি মনুষ্যবিহীন ড্রোন এবং ৮টি হাইমার্স রকেট ভূপাতিত করেছে। পাশাপাশি ১ হাজার ৪৬০ জন সেনা নিহত হয়েছে।
রোববার এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এসব তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় রুশ বাহিনীর সঙ্গে যুদ্ধে ইউক্রেনের ১৯৬০ জন সেনা নিহত হয়েছে। এছাড়া রাশিয়ার এয়ার ডিফেন্স ইউক্রেনের মার্কিন তৈরি ৮টি হাইমার্স রকেট এবং ৪১টি মনুষ্যবিহীন আকাশযানকে গুলি করে ধ্বংস করেছে।
যা নিয়ে চলমান যুদ্ধে এ পর্যন্ত ইউক্রেনের মোট ৬৪০টি বিমান, ২৮৩টি হেলিকপ্টার, ৩০ হাজার ৪৭৫টি মনুষ্যবিহীন ড্রোন, ৫৭৫টি ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, ১৭ হাজার ৫৬৬টি ট্যাংক এবং অন্যান্য সাঁজোয়া যুদ্ধ যান, ১৪২৫টি মাল্টিপল রকেট লঞ্চার এবং ১৩ হাজার ৬২১টি বিশেষ ফিল্ড আর্টিলারি, , ২৫ হাজার ২০০টি সামরিক বাহিনীর বিশেষ মোটর যান ধ্বংস করা হয়েছে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ার ব্যাটলগ্রুপ ওয়েস্ট গত দিনে ইউক্রেনের পাঁচটি পাল্টা আক্রমণ প্রতিহত করেছে। যার ফলে সেখানে ইউক্রেনের ৫১০ সৈন্য নিহত এবং চারটি গোলাবারুদ ডিপো ধ্বংস হয়েছে।
অন্যদিকে রাশিয়ার ব্যাটলগ্রুপ সেন্টার ও দক্ষিণের ইউনিটগুলো গত দিনে শত্রুর প্রতিরক্ষার গভীরে আঘাত হানে। যার ফলে শত্রুরা এ দুই অঞ্চলে ১১৩০ জনের বেশি সৈন্য হারায়।
এছাড়া, রাশিয়ার ব্যাটলগ্রুপ ইস্টের দায়িত্বে থাকা এলাকায় এবং ভলচানস্ক, লিপসি ও ডিনেপ্র এলাকায় ইউক্রেনের ৩২০ জন সৈন্য নিহত হয়েছে। সূত্র: তাস নিউজ এজেন্সি