১১৭ বছর বয়সে পরপারে বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ মারিয়া
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২০ আগস্ট ২০২৪, ০৮:৫৬ পিএম
ছবি: সংগৃহীত
বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ মারিয়া ব্রানয়াস মোরেরা ১১৭ বছর বয়সে মারা গেছেন।
মঙ্গলবার (২০ আগস্ট) তার পরিবার জানিয়েছে, তিনি স্পেনে মারা গেছেন। এক্সে তার পরিবার লিখেছে, মারিয়া ব্রানয়াস আমাদেরকে ছেড়ে চলে গেছেন। তার ইচ্ছা অনুযায়ী তিনি শান্তিপূর্ণভাবে, বেদনাহীন ঘুমের মধ্যে মারা গেছেন। তার উপদেশ, তার মহানুভবতা চিরদিন আমরা স্মরণ রাখবো।
যুক্তরাষ্ট্রে জন্ম হয়েছিল মারিয়ার। স্পেনের উত্তরপূর্বাঞ্চলীয় ওলোট শহরে সান্তা মারিয়া ডেল তুরা নার্সিং হোমে মারিয়া ব্রানয়াস অবস্থান করছিলেন দুই দশক ধরে।
সিকিমে ভয়াবহ ভূমিধসে গুঁড়িয়ে গেল তিস্তা বাঁধ জলবিদ্যুৎ কেন্দ্র
তিনি মঙ্গলবার এক পোস্টে বলেছিলেন যে, আমার জন্য কেঁদো না। আমি কান্নাকে পছন্দ করি না। সর্বোপরি আমার জন্য বেদনা বোধ করো না। যেখানেই যাই, সুখে থাকবো। তার পক্ষে চালানো এক্স-এ (সাবেক টুইটার) এ কথা বলা হয়ে।
২০২৩ সালের জানুয়ারিতে বিশ্বের সবচেয়ে প্রবীণ ব্যক্তি হিসেবে আনুষ্ঠানিকভাবে মারিয়া ব্রানয়াসকে স্বীকৃতি দেয় গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস।
তথ্যসূত্র: গার্ডিয়ান, এএফপি