Logo
Logo
×

আন্তর্জাতিক

লিথুনিয়ায় জার্মান সেনাঘাঁটি, চিন্তায় বেলারুশ-রাশিয়া

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২০ আগস্ট ২০২৪, ১২:০৪ পিএম

লিথুনিয়ায় জার্মান সেনাঘাঁটি, চিন্তায় বেলারুশ-রাশিয়া

ছবি: সংগৃহীত

লিথুনিয়ায় সেনাঘাঁটি স্থাপনের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে জার্মানি। সোমবার জার্মানি এবং লিথুয়ানিয়ার কর্মকর্তারা তাদের ঘোষণায় জানান, আগামী ২০২৭ সালের মধ্যে ঘাঁটি নির্মাণ করে এখানে যুদ্ধের জন্য প্রস্তুত চার হাজার জার্মান সেনা স্থায়ীভাবে থাকতে শুরু করবেন। খবর ডয়চে ভেলের।

লিথুনিয়া ও জার্মানির এমন ঘোষণার পর শঙ্কিত বেলারুশ ও রাশিয়া। কেননা, জার্মানি লিথুয়ানিয়ায় যেই সেনাঘাঁটিতে স্থাপন করতে চলেছে, তা রাশিয়ার মিত্র দেশ বেলারুশ সীমান্তের কাছেই। ফলে আগামীতে এখান থেকে বেলারুশ ও রাশিয়ার ওপর খবরদারি করা সহজ হতে পারে ইইউ ও জার্মানির; বলে মনে করছেন অনেকে। বেলারুশ ও রাশিয়া এটা মেনে নেবে কিনা সেটিই এখন দেখার বিষয়।

লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াস থেকে সামান্য দূরে রুডনিনকাইয়ে এই সেনাঘাঁটি তৈরি হচ্ছে। বেলারুশ সীমান্ত থেকে যেই ঘাঁটির দূরত্ব মাত্র ২০ কিলোমিটার। শুধু তাই নয় আগামীতে আরও একটি সেনাঘাঁটি স্থাপনের পরিকল্পনার কথাও জানিয়েছে জার্মানি।

জার্মানির এক কর্মকর্তারা এ বিষয়ে বলেছেন, দেশটির অন্য আরেকটি জায়গায় আরেকটি ছোট ঘাঁটি তৈরি হবে। যেখানে আরো এক হাজার জার্মান সেনা থাকতে পারবেন।

বিষয়টি অবশ্য সহজভাবে দেখছে না বেলারুশ। বিষয়টি নিয়ে বেলারুশের প্রধানমন্ত্রী ইনগ্রিদ সিমোনাইট বলেছেন, ‘আমরা সুরক্ষিত না থাকলে কেউ সুরক্ষিত নন।’ এদিকে লিথুনিয়ার দাবি, অন্যকে হুমকি দেয়ার জন্য নয়, নিজেদের সুরক্ষিত রাখতেই এই সেনাঘাঁটি তৈরি করা হচ্ছে।

এর আগে, ইউক্রেনে রাশিয়া আক্রমণ চালানোর পরপরই লিথুয়ানিয়ায় সেনাঘাঁটি তৈরির পরিকল্পনা করেছিল জার্মানি। ঠিক হয়েছিল, ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত কোনো দেশে লিথুনিয়ায় সেনাঘাঁটি তৈরি করবে। কেননা, তারা আশঙ্কা করছে রাশিয়া পুরনো সোভিয়েত দেশগুলির উপর হামলা চালাতে পারে।

রাশিয়ার হামলার শঙ্কায় চলতি বছর ট্যাক্স বাড়িয়ে প্রতিরক্ষা বাজেট বাড়িয়েছে লিথুয়ানিয়া। যা মোট জিডিপির প্রায় তিন শতাংশ। লিথুয়ানিয়ার সেনাপ্রধান সংবাদমাধ্যমকে জানিয়েছেন, জার্মানির এই সেনাঘাঁটি তৈরি করতে এক বিলিয়ন ইউরো খরচ করা হচ্ছে। লিথুয়ানিয়ার ইতিহাসে যা সবচেয়ে খরচসাপেক্ষ কোনো কাঠামো।

এখনো পর্যন্ত এই ঘাঁটি তৈরির জন্য লিথুয়ানিয়াকে এক পঞ্চমাংশ অর্থ দিয়েছে জার্মানি। এই বছরের শেষে আরো অর্থ দেওয়া হবে বলে জানিয়েছে তারা। তবে আশঙ্কা করা হচ্ছে, নির্দিষ্ট সময়ের মধ্যে প্রকল্পটি শেষ করা যাবে না। এদিকে জার্মানির প্রতিরক্ষা বাজেটও বাড়ানো হবে বলে পার্লামেন্টে আলোচনা হয়েছে। ঠিক হয়েছে দুই দশমিক নয় তিন বিলিয়ন ইউরো প্রতিরক্ষা বাজেট বাড়ানো হবে। ১০০টি ২এ৮ লিওপার্ড ট্যাঙ্ক কেনা হবে বলে জানানো হয়েছে। যার অনেকগুলি লিথুয়ানিয়ায় পাঠানো হবে বলে জানানো হয়েছিল।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম