Logo
Logo
×

আন্তর্জাতিক

বিজেপি নেত্রী লকেটসহ দুই চিকিৎসককে তলব কলকাতা পুলিশের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৪, ০২:১২ পিএম

বিজেপি নেত্রী লকেটসহ দুই চিকিৎসককে তলব কলকাতা পুলিশের

ছবি সংগৃহীত

পশ্চিমবঙ্গের আরজি কর মেডিকেল কলেজে ধর্ষণের পর তরুণী চিকিৎসককে হত্যার ঘটনায় তোলপাড় চলছে ভারতে। এই হত্যাকাণ্ডের শুরু থেকে পুলিশের তদন্ত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।  

পুলিশের ভূমিকা নিয়ে নানা ধরণের মন্তব্য ঘুরে বেড়াচ্ছেন সামাজিকমাধ্যমে। যেখানে গুজবও ছড়ানো হচ্ছে।

এমন পরিস্থিতিতে বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়কে তলব করেছে কলকাতা পুলিশ। এই কারণে চিকিৎসক কুণাল সরকার এবং সুবর্ণ গোস্বামীকে তলব করা হয়েছে। 

লকেটের বিরুদ্ধে অভিযোগ, বারংবার পুলিশের বিরুদ্ধে গুজব ছড়াচ্ছেন তিনি। আজ রোববার দুপুর তিনটার তাকে ডেকে পাঠানো হয়েছে। 

আরজি কর ইস্যুতে সামাজিকমাধ্যমে নির্যাতিতার নাম পরিচয় এমনকি ছবি পর্যন্ত প্রকাশ হয়েছে। ঘটনাস্থলের ছবিও ছড়িয়ে পড়েছে। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়ার আশঙ্কার তো আছেই। এ ছাড়া নির্যাতিতার গোপনীয়তাও লঙ্ঘন হচ্ছে।

কলকাতা পুলিশে বারবার বার্তা দিয়েছে, আরজি করের ঘটনা নিয়ে কোনও ধরনের মিথ্যা তথ্য এবং নির্যাতিতার পরিচয় প্রকাশ করবেন না। কারণ ভারতীয় আইনে ধর্ষিতার পরিচয় প্রকাশ করা আইনত দণ্ডনীয় অপরাধ তাতে জেল পর্যন্ত হতে পারে।

আজ সামাজিকমাধ্যম এক্সে এক পোস্টে পুলিশের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ প্রমাণ নষ্ট করার অভিযোগ তুলেছেন লকেট।  জানা গেছে, কোন তথ্যের ভিত্তিতে সামাজিকমাধ্যমে লকেট পোস্ট করেছিলেন তা জানতে চায় পুলিশ। 

 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম