Logo
Logo
×

আন্তর্জাতিক

৬ বছর পর আজারবাইজান সফরে যাচ্ছেন পুতিন

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৪, ০১:৪৮ পিএম

৬ বছর পর আজারবাইজান সফরে যাচ্ছেন পুতিন

ছবি সংগৃহীত

দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে প্রতিবেশ দেশ আজারবাইজান সফরে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দুদিনের সরকারি সফরে আঞ্চলিক ও আন্তর্জাতিক উন্নয়ন নিয়ে আলোচনা হবে। শুক্রবার এক বিবৃতিতে এটি নিশ্চিত করেছে ক্রেমলিন।

২০১৮ সালের পর এই প্রথম আজারবাইজান সফরে যাচ্ছে পুতিন। আজারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যে শান্তি প্রক্রিয়ায় মধ্যস্থতাকারী হিসাবে পুনরায় জাহির করতে চাইছে রাশিয়া।নাগরনো-কারাবাখ অঞ্চল নিয়ে মতবিরোধ রয়েছে আজারবাইজান এবং আর্মেনিয়ার। 

ক্রেমলিন বলছে, আজারবাইজানের সম্পর্কের আরও উন্নয়ন চায়  রাশিয়া। সেইসাথে প্রাসঙ্গিক আন্তর্জাতিক এবং আঞ্চলিক সমস্যা নিয়ে আলোচনা করা হবে এই সফরে।

২০২২ সালে ইউক্রেনে আক্রমণ শুরুর পর রাশিয়া থেকে মুখ ফিরিয়ে নেয় ইউরোপের দেশুগুলো। বিকল্প হিসেবে আজারবাইজান থেকে তেল এবং গ্যাস আমদানি করছে তারা।

এদিকে রাশিয়ার অভ্যন্তরে প্রবেশ করে হামলা জোরদার করার কথা জানিয়েছে ইউক্রেনের সেনাবাহিনী। চলমান পরিস্থিতির মাঝেই বিদেশ সফরে যাচ্ছেন পুতিন।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম