Logo
Logo
×

আন্তর্জাতিক

রাশিয়ার কুরস্কে সামরিক অফিস স্থাপন করল ইউক্রেন

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৪, ০২:০৮ পিএম

রাশিয়ার কুরস্কে সামরিক অফিস স্থাপন করল ইউক্রেন

ছবি সংগৃহীত

কয়েকদিন ধরে রাশিয়া সীমান্তের বিভিন্ন পয়েন্টে ঢুকে ব্যাপক হামলা চালাচ্ছে ইউক্রেন।  তীব্র হামলার জেরে জরুরি অবস্থা জারি করতে বাধ্য হয়েছে দেশটির বেলগোরোদে প্রদেশ কর্তৃপক্ষ।  

এবার জানা গেছে, রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় কুরস্ক অঞ্চল দখল করে সেখানে একটি সামরিক প্রশাসনিক কার্যালয় স্থাপন করেছে ইউক্রেন। খবর জিও নিউজের।

ইউক্রেনের শীর্ষ কমান্ডার জেনারেল ওলেকসান্দার সিরিস্কি বলেছেন, ওই অঞ্চলে নিয়ন্ত্রণ ধরে রাখা এবং জনগণের তাৎক্ষণিক চাহিদা মেটাতে এই কার্যালয় স্থাপন করেছেন তারা। মেজর পর্যায়ের এক পদস্থ সামরিক কর্মকর্তাকে এই কার্যালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

সিরিস্কি তার টেলিগ্রাম চ্যানেলে এক লিখিত বিবৃতিতে বলেন, ‘আমরা কুরস্ক অঞ্চলে এগিয়ে যাচ্ছি। একটি সামরিক কমান্ড্যান্টের কার্যালয় তৈরি করা হয়েছে যা অবশ্যই শৃঙ্খলা এবং স্থানীয় জনগণের সমস্ত চাহিদা নিশ্চিত করতে হবে।’ 

ইউক্রেনের দাবি, কুরস্ক অঞ্চলের ৩৫ কিলোমিটার ভেতরে তাদের সৈন্যরা ঢুকে পড়েছে । সেখানে তারা এক হাজার ১৫০ বর্গকিলোমিটার দখলে নিয়েছে তারা। এরমধ্যে ৮২টি বসতিও রয়েছে।  

এদিকে ধারণা করা হচ্ছে, কুরস্ক অঞ্চল পুনরুদ্ধার এবং প্রতিশোধ নিতে ইউক্রেনে হামলা বাড়াতে পারে রাশিয়া।  তাই ইউরোপের বেসামরিক উড়োজাহাজ চলাচল সংস্থা ইউক্রেনের আকাশসীমা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে।

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর থেকে আজ পর্যন্ত টানা সংঘাত চলছে। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম