Logo
Logo
×

আন্তর্জাতিক

ভারতের স্বাধীনতা দিবসে যে বার্তা দিলেন পুতিন

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৪, ০৬:০৮ পিএম

ভারতের স্বাধীনতা দিবসে যে বার্তা দিলেন পুতিন

মস্কো নয়াদিল্লির সঙ্গে বিশেষ সুবিধাপ্রাপ্ত কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয় এবং সেই সম্পর্ককে আরও উন্নত করতে চায়। 

বৃহস্পতিবার ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে দেওয়া এক বিবৃতিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এমনই বার্তা দিয়েছেন।

ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে বিবৃতিতে রুশ প্রেসিডেন্ট বলেন, ভারতের সঙ্গে রাশিয়ার যে একটি বিশেষ সুবিধাপ্রাপ্ত কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক রয়েছে, আমরা সেই সম্পর্কের প্রতি অত্যন্ত গুরুত্ব দিই। আমি নিশ্চিত যে মস্কোতে আমাদের সাম্প্রতিক আলোচনার পর গৃহীত চুক্তিগুলোর ধারাবাহিক বাস্তবায়ন রাশিয়ান-ভারতীয় উন্নয়নে বহুমুখী সহযোগিতার ক্ষেত্রে আরও অবদান রাখবে। 

পুতিনের মতে, এ সম্পর্ক নিঃসন্দেহে দুই দেশের বন্ধুত্বপূর্ণ জনগণের স্বার্থ পূরণ করে এবং নিরাপত্তা ও আন্তর্জাতিক স্থিতিশীলতার একত্রীকরণের সঙ্গে সঙ্গতিপূর্ণ।

এ সময় তিনি ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে দ্রৌপদী মুর্মু এবং নরেন্দ্র মোদীকে আন্তরিক অভিনন্দনও জানিয়েছেন। 

ভারতের নেতৃত্বকে উদ্দেশ্য করে রুশ নেতা বলেন, স্বাধীনতা অর্জন ও উন্নয়নের ৭৭ বছরের জন্য আপনাদের অভিনন্দন। আপনাদের নেতৃত্বে ভারত আর্থ-সামাজিক, বৈজ্ঞানিক, প্রযুক্তিগত এবং অন্যান্য অনেক ক্ষেত্রে সর্বজনীনভাবে স্বীকৃত সাফল্য অর্জন করেছে এবং বিশ্ব অঙ্গনে উচ্চ মর্যাদার আসনে আসীন হয়েছে।

পুতিন পরিশেষে ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও সাফল্য এবং দেশটির সব নাগরিকের সুখ ও সমৃদ্ধি কামনা করেছেন। সূত্র: তাস নিউজ এজেন্সি

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম