Logo
Logo
×

আন্তর্জাতিক

আদানি ইস্যুতে আবারও চাপের মুখে বিজেপি সরকার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ আগস্ট ২০২৪, ০৯:৩৭ পিএম

আদানি ইস্যুতে আবারও চাপের মুখে বিজেপি সরকার

আদানি গ্রুপ নিয়ে নতুন উত্তেজনা শুরু হয়েছে ভারতে। যার জেরে আবারও বেশ চাপের মুখে পড়েছে বিজেপি সরকার। তৃতীয় মেয়াদের শুরু থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বেশ কঠিন সময়ের মধ্য দিয়ে দিন পার করছেন। বিরোধীদের নানামুখী চাপের পর এবার সামনে এসেছে মোদিঘনিষ্ঠ আদানি গ্রুপের টাকা বিদেশে পাচারের খবর। ফলে আবারও বিপদে মোদি সরকার। 

শিল্পগোষ্ঠীর শেয়ারদরের কারচুপির তদন্ত যাদের করার কথা সেই শেয়ারবাজার নিয়ন্ত্রণ সংস্থার প্রধান ও তার স্বামীর বিরুদ্ধে এবার অর্থ পাচারের মতো গুরুতর অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্রভিত্তিক তদন্ত ও গবেষণাভিত্তিক প্রতিষ্ঠান হিন্ডেনবার্গ। এর আগে আন্তর্জাতিক তদন্তকারী সংস্থাটি আদানি গোষ্ঠীর শেয়ার নিয়ে কারচুপির অভিযোগ তোলে। নতুন এই অভিযোগ সামনে আসায় বেশ বেকায়দায় পড়েছে দেশটির বিজেপি সরকার। প্রতিষ্ঠানটি এর আগেও ভারতের অন্যতম বড় শিল্পগোষ্ঠী আদানির শেয়ার মূল্য কৃত্রিমভাবে বাড়ানো নিয়ে তদন্ত প্রতিবেদন প্রকাশ করে। সেই প্রতিবেদন প্রকাশ করার পর বিশ্বের তৃতীয় ধনীর তালিকা থেকে আদানি গ্রুপের কর্ণধার গৌতম আদানি ২৯তম ধনীর তালিকায় নেমে যান। শেয়ারের দাম বাড়িয়ে কমিয়ে বাজার নিয়ন্ত্রণ করার অভিযোগে অভিযুক্ত আদানি সংস্থার এই অপরাধ তদন্ত করছিল দেশটির শেয়ারবাজার নিয়ন্ত্রণ সংস্থা সেবি। এবার হিন্ডেনবার্গ জানিয়েছে, সেবির প্রধান মাধবী বুচ ও তার স্বামী ধবল বুচ আদানির ভাই বিনোদ আদানির অফসোর প্রতিষ্ঠানের অংশীদারই শুধু নন বরং আদানির বহু টাকা বিদেশে পাচারের সহযোগীও।

ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসসহ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে আদানি গোষ্ঠীকে মোদিঘনিষ্ঠ ব্যবসায়ী হিসাবে দাবি করা হয়। বলা হয়, বিজেপির শাসন আমলেই প্রচুর আর্থিক সম্পদ গড়েছেন গৌতম আদানি। নতুন অভিযোগ সামনে আসায় এবার বিরোধীরাও মোদি সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন। এরই মধ্যে কংগ্রেস, তৃণমূল, শিবসেনা একটি সংসদীয় কমিটি গড়ে সব অভিযোগের তদন্তের দাবি তোলে। যদিও সরকারিভাবে এখনো কিছু বলা হয়নি। তবে যাদের বিরুদ্ধে অভিযোগ, সেবি প্রধান মাধবী ও ধবল বুচ দুজনেই গণমাধ্যমকে জানিয়েছেন তাদের বিরুদ্ধে মিথ্যে রটানো হচ্ছে শুধুই চরিত্রহননের জন্য। অর্থ পাচার কিংবা তাদের আর্থিক কোনো লেনদেন করেননি তারা। মাধবী বুচকে ২০১৭ সালে ভারতের শেয়ারবাজার নিয়ন্ত্রণ সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড বা সেবির প্রধান হিসাবে নিযুক্ত করে বিজেপি সরকার।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম