Logo
Logo
×

আন্তর্জাতিক

ইউক্রেনে ঘুস গ্রহণের সময় উপমন্ত্রী আটক

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১২ আগস্ট ২০২৪, ০৮:৫৫ পিএম

ইউক্রেনে ঘুস গ্রহণের সময় উপমন্ত্রী আটক

ইউক্রেনে ঘুস গ্রহণের অপরাধে এক জ্বালানি উপমন্ত্রী ও তিনজন সন্দেহভাজনকে আটক করেছে কর্তৃপক্ষ। সোমবার দেশটির রাষ্ট্রীয় প্রসিকিউটর ও দুর্নীতিবিরোধী পুলিশ জানিয়েছে, পাঁচ লাখ ডলার ঘুসের প্রথম কিস্তি নেওয়ার সময় তাদেরকে হাতেনাতে আটক করা হয়। 

প্রসিকিউটর জেনারেলের কার্যালয় বলেছে, যুদ্ধবিধ্বস্ত দনেস্ক অঞ্চল থেকে রাষ্ট্রীয় মালিকানাধীন কয়লাখনির সরঞ্জামাদি অপসারণের জন্য পাঁচ লাখ ডলার ঘুস দাবি করে সন্দেহভাজনরা। 

এজন্য, ‘লেভিভ ভোলিন’ কোম্পানিকে দায়িত্ব দেওয়ার পরিকল্পনা করা হয়। তবে আটককৃত উপমন্ত্রীর পরিচয় এই বিবৃতিতে প্রকাশ করা হয়নি। রয়টার্স। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম