জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে প্রাণ গেল দুই ভারতীয় সেনার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১১ আগস্ট ২০২৪, ০২:৫২ পিএম
ছবি সংগৃহীত
জম্মু-কাশ্মীরের অনন্তনাগ জেলায় স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে বন্দুকযুদ্ধে দুই ভারতীয় সেনা নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন এক সেনা ও দুই বেসামরিক নাগরিক। রোববার দেশটির কর্মকর্তাদের বরাতে এই খবর জানিয়েছে এনডিটিভি।
পুলিশ জানিয়েছে, শনিবার বিকালে অনন্তনাগ জেলার আহলান গাদোলে এনকাউন্টার শুরু করে সেনারা। অভিযান চালানোর সময় সশস্ত্রযোদ্ধারা সেনা টহলকে লক্ষ্য করে গুলি চালায়। সেনাবাহিনীর প্যারাট্রুপাররা অনুপ্রবেশকারী ঠেকাতে সেখানে বিশেষ অভিযান পরিচালনা করে আসছে।
বলা হচ্ছে— বন্দুকযুদ্ধ গত এক বছরে কোকেরনাগে দ্বিতীয় বড় সংঘর্ষ। ২০২৩ সালের সেপ্টেম্বরে, কোকেরনাগ জঙ্গলে সশস্ত্রযোদ্ধা সঙ্গে বন্দুকযুদ্ধে এক কমান্ডিং অফিসার, একজন মেজর এবং একজন ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ নিহত হন।
ভারতীয় সেনাবাহিনীর চিনার কর্পস এক্স পোস্টে বলেছে, ‘চলমান অভিযানে সন্ত্রাসীদের নির্বিচার ও বেপরোয়া গুলিবর্ষণের কারণে দুজন বেসামরিক নাগরিকও আহত হওয়ার খবর পাওয়া গেছে; তাদের তাৎক্ষণিক চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে এবং আরও সরিয়ে নেওয়া হয়েছে। এখনো অভিযান চলছে।’
এ হামলার পর ওই এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদার করেছে নিরাপত্তা বাহিনী। এজন্য অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য, গত কয়েক মাসে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে জম্মু-কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতি।