
প্রিন্ট: ১২ এপ্রিল ২০২৫, ০৩:৫৭ এএম
৬৬০ ইউক্রেনীয় সেনা হত্যার দাবি রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৮ আগস্ট ২০২৪, ০৬:১৩ পিএম

আরও পড়ুন
রুশ বাহিনী এখনও ইউক্রেনীয় সৈন্যদের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে এবং তারা গত ৬ আগস্ট থেকে কুরস্ক সীমান্ত অঞ্চলে অনুপ্রবেশকালে একটি বড় ধরনের সংঘর্ষের মুখোমুখি হয়েছে।
এতে গত ৩ দিনে রাশিয়ান বাহিনী ৬৬০ জন ইউক্রেনীয় সৈন্যকে হত্যা করেছে এবং ৮২টি যুদ্ধযান ধ্বংস করেছে।
বৃহস্পতিবার এক বিবৃতিতে এমনটাই দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।
অন্যদিকে ইনস্টিটিউট অব স্টাডি অব ওয়ার (আইএসডব্লিউ) জানিয়েছে যে, ইউক্রেনের সৈন্যরা প্রচেষ্টা চালিয়ে ১০ কিলোমিটার ভূমি পূনর্দখল করতে সক্ষম হয়েছে।
সেইসঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্টের সহযোগী এ হামলার জন্য রাশিয়াকে দায়ী করেছেন। সূত্র: টাইমস অব ইন্ডিয়া