Logo
Logo
×

আন্তর্জাতিক

বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে যা বলল রাশিয়া

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৪, ০১:৩২ পিএম

বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে যা বলল রাশিয়া

ফাইল ছবি

বাংলাদেশের চলমান পরিস্থিত নিয়ে কথা বলেছেন রাশিয়া। দ্রুত রাজনৈতিক ও সাংবিধানিক প্রক্রিয়ায় ফিরবে বলে প্রত্যাশা করেছেন দেশটি।
মঙ্গলবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে ঢাকায় দেশটির দূতাবাস এক বিবৃতিতে এ অভিমত জানান।

বিবৃতিতে বলা হয়, জুলাইয়ের সরকারবিরোধী ছাত্র বিক্ষোভের ঘটনায় নিহত দায়ীদের বিচারের দাবিতে আন্দোলনের পরিপ্রেক্ষিতে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মন্ত্রিসভা পদত্যাগের খবর বাংলাদেশি গণমাধ্যম জানিয়েছে। দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে বাংলাদেশ সেনাবাহিনী। শিগগিরই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে বলে আশা করা হচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়, বিক্ষোভে রাশিয়ার কোনো নাগরিক আহত হয়নি। বাংলাদেশে যেকোনো পরিবর্তন হলেও মস্কো যে ভিত্তির ওপর কাজ করে সেটা হলো, তা দেশের অভ্যন্তরীণ বিষয়। যাই হোক, আমরা বন্ধুত্বপূর্ণ দেশ হিসেবে আশা করি অভ্যন্তরীণ রাজনৈতিক প্রক্রিয়ায় বাংলাদেশ যেন যত তাড়াতাড়ি সম্ভব সাংবিধানিক নিয়মে ফিরে আসে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম