Logo
Logo
×

আন্তর্জাতিক

মধ্যপ্রদেশে মাটির দেয়াল ধসে ৯ শিশুর মৃত্যু

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৪, ০৬:১০ পিএম

মধ্যপ্রদেশে মাটির দেয়াল ধসে ৯ শিশুর মৃত্যু

ভারতের মধ্যপ্রদেশের সাগর জেলায় ভয়াবহ এক দুর্ঘটনায় ৯ শিশুর মৃত্যু হয়েছে। রোববার সকাল ১০টার দিকে জেলার সাহাপুরের কাছে একটি স্থানে মাটির দেয়াল ধসে পড়ে এ দুর্ঘটনা ঘটেছে। 

এখনও ধ্বংসাবশেষের নিচে কিছু শিশু আটকে পড়েছে বলে অনুমান করা হচ্ছে। প্রশাসনিক তৎপরতায় উদ্ধার কাজ চলছে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, মাটির শিবলিঙ্গ গড়ার কাজ চলছিল সেখানে। এ সময়ই একটি মাটির দেয়াল ভেঙে পড়ে ৯ শিশুর মৃত্যু হয়েছে।

এনডিটিভি জানিয়েছে, ওই এলাকার হরদৌল মন্দিরের কাছে জড়ো হয়েছিল কিছু শিশু। সেখানে তারা সবাই মিলে মাটির শিবলিঙ্গ তৈরি করছিল। তখনই ঘটে দুর্ঘটনাটি। 

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, শ্রাবণ মাস উপলক্ষ্যে ভারতের বিভিন্ন জায়গায় চলছে সনাতন ধর্মীয় কাজ। তারই ধারাবাহিকতায় মধ্যপ্রদেশের হরদৌল মন্দিরের কাছেও শিশুরা জড়ো হয়ে মাটির শিবলিঙ্গ গড়ছিল। 

জানা গেছে, দুর্ঘটনা কবলিত দেয়ালটি ৫০ বছরের পুরনো। ইতোমধ্যেই সেখানে জেসিবি মেশিন আনা হয়েছে। ধ্বংসাবশেষ সরিয়ে সেখান থেকে উদ্ধারের কাজ চলছে। যে শিশুরা আহত হয়েছে, তাদের উদ্ধার করা হচ্ছে। ৯টি মৃতদেহও উদ্ধার করা হয়েছে। স্থানীয় বিধায়ক গোপাল ভার্গব সেখানে পৌঁছেছেন।

পুলিশ বলছে, শ্রাবণ মাসে সকাল থেকেই শিবলিঙ্গ গড়ার কাজ চলে এ মন্দিরে। রোববারও তেমনই চলছিল। তখনই ঘটে যায় এ দুর্ঘটনা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম