Logo
Logo
×

আন্তর্জাতিক

‘ইসরাইলকে অবশ্যই অনুতপ্ত হতে হবে’, জেনারেল বাকেরির হুঁশিয়ারি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০২ আগস্ট ২০২৪, ০৩:৪৩ পিএম

‘ইসরাইলকে অবশ্যই অনুতপ্ত হতে হবে’, জেনারেল বাকেরির হুঁশিয়ারি

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়াকে গুপ্ত হামলার মাধ্যমে হত্যা করার জন্য ইসরাইলকে অবশ্যই অনুতপ্ত হতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি। 

বৃহস্পতিবার রাজধানী তেহরানে হামাস নেতার স্মরণে শোক মিছিলে অংশ নিয়ে তিনি এ হুঁশিয়ারি দেন।

হামাস নেতার নিহতের ঘটনায় ইসরাইলের বিরুদ্ধে ইরানের পক্ষ থেকে সম্ভাব্য প্রতিশোধের বিষয়ে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে জেনারেল বাকেরি বলেন, ‘প্রতিশোধ অবশ্যই নেওয়া হবে এবং তা বিভিন্নভাবে নেওয়া হবে।’ 

এ সময় ‘ইসরাইলের অপরাধযজ্ঞ অবশ্যই বিনা জবাবে পার পাবে না’ বলেও সাংবাদিকদের জানান ইরানি সশস্ত্র বাহিনীর প্রধান।

এদিকে ইরানি সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি বলেছেন, প্রতিরোধ ফ্রন্ট ইসরাইলের এ অপরাধের সমুচিত জবাব দেবে। লেবাননের আল-মায়াদিন টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। 

জেনারেল মুসাভি এ সময় হামাস নেতা ইসমাইল হানিয়াকে প্রতিরোধ অক্ষের অন্যতম প্রধান নেতা আখ্যা দেন এবং তার শাহাদাত বরণ প্রতিরোধ ফ্রন্টের জন্য বড় ক্ষতি বলেও উল্লেখ করেন। সূত্র: মেহের নিউজ

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম