যুক্তরাষ্ট্র পারমাণবিক যুদ্ধাস্ত্র বাড়ানোর কথা ভাবছে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০২ আগস্ট ২০২৪, ০২:৩৮ পিএম
ছবি: সংগৃহীত
সাম্প্রতিক সময়ে ইউক্রেন-রাশিয়া যুদ্ধসহ বিশ্বজুড়ে ক্রমশ বাড়ছে উত্তেজান। মার্কিন যুক্তরাষ্ট্রকে মোকাবিলা করতে হচ্ছে বৈশ্বিক হুমকি। চীন, উত্তর কোরিয়া, ইরান ও রাশিয়ার মতো দেশগুলো প্রায় প্রতিনিয়তই হুমকি দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রকে। আর এমতাবস্থায় নিজেদের পারমাণবিক যুদ্ধাস্ত্র বাড়ানোর কথা ভাবছে যুক্তরাষ্ট্র; এমন তথ্য দেওয়া হচ্ছে মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদরদপ্তর পেন্টাগনের পক্ষ থেকে।
এ বিষয়ে মার্কিন মহাকাশ নীতির ভারপ্রাপ্ত সহকারী প্রতিরক্ষা সচিব ভিপিন নারাং বলেন, ‘চীন, উত্তর কোরিয়া এবং রাশিয়ার পারমাণবিক গতিপথ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। কাজেই আমরা এখন এমন একটি পর্যায়ে পৌঁছাতে পারি যেখানে আমাদের বর্তমান মোতায়েন বাহিনীর আকার বা এর ধরণে পরিবর্তন করা প্রয়োজন।’ খবর তাসের।
সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজে তিনি বলেন, ‘এখনই স্টকপাইল বাড়ানোর দরকার নেই আমাদের। তবে মোতায়েন করা ক্ষমতার সংখ্যার সাথে সামঞ্জস্য করা প্রয়োজন হতে পারে, যদি আমাদের প্রতিপক্ষরা তাদের বর্তমান পথে চলতে থাকে।’
আর এই বিষয়টি যে পুরোপুরি মার্কিন প্রেসিডেন্টের ওপর নির্ভর করছে সেটাও জানিয়েছেন তিনি। নারাং বলেন, ‘এ বিষয়ে শুধুমাত্র প্রেসিডেন্ট সিদ্ধান্ত নিতে পারেন। আর এই পদক্ষেপের অর্থ হবে তিনি এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে প্রতিপক্ষকে নিবৃত্ত করতে, মার্কিন যুক্তরাষ্ট্রকে রক্ষা করতে এবং আমাদের মিত্র ও অংশীদারদের প্রতি আমাদের প্রতিশ্রুতি পূরণের জন্য এই ধরনের পরিবর্তন প্রয়োজন।’