Logo
Logo
×

আন্তর্জাতিক

দোনেৎস্কে আরও দুই গুরুত্বপূর্ণ শহর দখলের পথে রাশিয়া

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ আগস্ট ২০২৪, ০৮:৪১ এএম

দোনেৎস্কে আরও দুই গুরুত্বপূর্ণ শহর দখলের পথে রাশিয়া

ছবি: সংগৃহীত

ইভানো-দারিয়েভকা এবং লোজোভাটসকোয়ের বসতিগুলোর নিয়ন্ত্রণ পাওয়ার পর রাশিয়ান সেনারা দোনেৎস্ক পিপলস রিপাবলিকের (ডিপিআর) কৌশলগত গুরুত্বপূর্ণ শহর সেভারস্ক এবং ক্রাসনোয়ারমিস্ককে পুনঃদখলের কাছাকাছি চলে গেছে বলে জানিয়েছেন ডিপিআর প্রধান ডেনিস পুশিলিন জানিয়েছেন।

মঙ্গলবার রসিয়া-২৪ টেলিভিশন চ্যানেলে একটি লাইভ সম্প্রচারের সময় তিনি এসব কথা বলেন।

ডিপিআর প্রধান ডেনিস পুশিলিন বলেন, ‘এ শগরগুলোর মুক্তি আমাদের ইউনিটগুলির অবস্থানকে উন্নত করে। অবশ্যই, আমরা দেখতে পাচ্ছি যে যদি আমরা ইভানো-দারিয়েভকা সম্পর্কে বলি তবে এটি সেভারস্ককে মুক্ত করার দিকে একটি নতুন পদক্ষেপ এবং এটি আর্টিওমভস্ক জেলা। 

দোনেৎস্কের গুরুত্বপূর্ণ শহরগুলো দখলের চেষ্টা করছে রাশিয়া

ডিপিআর প্রধান বলেন, আমরা যদি লোজোভাটস্কয়ের কথা বলি তবে এটি হল ক্রাসনোয়ারমিস্ককে মুক্ত করার পথে পরবর্তী বন্দোবস্ত। এগুলো ছোট শহর কিন্তু ইউক্রেনের সেনাবাহিনী তাদের শক্ত ঘাঁটিতে পরিণত করেছে। 

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এর আগে জানিয়েছিল যে, রাশিয়ান সেনারা ২৩ জুলাই ইভানো-দারিয়েভকা এবং ২৭ জুলাই লোজোভাটস্কয় বন্দোবস্ত মুক্ত করেছে। 

সূত্র: তাস।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম