Logo
Logo
×

আন্তর্জাতিক

ইউক্রেনের ৩৯টি ড্রোন ভূপাতিত করল রাশিয়া

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৯ জুলাই ২০২৪, ০৬:২৫ পিএম

ইউক্রেনের ৩৯টি ড্রোন ভূপাতিত করল রাশিয়া

সীমান্তবর্তী কুরস্কসহ রাশিয়ার একাধিক অঞ্চলে ইউক্রেনের অন্তত ৩৯টি ড্রোন ভূপাতিত করেছে রাশিয়া। সোমবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ দাবি করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেন সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলে ১৯টি ড্রোন ভূপাতিত করেছে। এছাড়া বেলগোরোদ এবং ব্রায়ানস্কের সীমান্ত অঞ্চলে যথাক্রমে ৯টি এবং ৫টি ইউক্রেনিয় ড্রোন জব্দ করা হয়েছে।

অন্যদিকে লেনিনগ্রাদ এবং ভোরোনেজ অঞ্চলেও রুশ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা তিনটি ড্রোন ভূপাতিত করেছে বলে উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।

কুরস্কে ড্রোন ধ্বংসের বিষয়টি নিশ্চিত করে গভর্নর আলেক্সি স্মিরনভ এক টেলিগ্রাম বার্তায় বলেছেন, অঞ্চলটির প্রশাসনিক রাজধানীর পাশাপাশি পনিরভস্কি, প্রিস্টেনস্কি, সোলন্টসেভস্কি, সুদজানস্কি এবং জোলোতুখিনস্কি জেলাগুলোতে ড্রোনের ধ্বংসাবশেষ ভেঙে পড়ার ঘটনা রেকর্ড করা হয়েছে।

স্মিরনভ বলেন, ড্রোনের ধ্বংসাবশেষ ভেঙে পড়ায় সুদজানস্কি জেলার একটি সড়ক সেতু এবং সোলন্টসেভস্কি জেলার বিদ্যুতের লাইনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে ভোরোনেজ অঞ্চলের গভর্নর আলেকজান্ডার গুসেভ এক টেলিগ্রাম বার্তায় বলেছেন, প্রাথমিক তথ্যের ভিত্তিতে শুধুমাত্র অস্ট্রোগোজস্কি জেলায় ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

তবে বেলগোরোদ, ব্রায়ানস্ক এবং লেনিনগ্রাদের স্থানীয় কর্তৃপক্ষ তাদের অঞ্চলে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর জানায়নি।

এদিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এ দাবির বিষয়ে ইউক্রেন কর্তৃপক্ষ এখনো কোনো মন্তব্য করেনি। সূত্র: আনাদোলু এজেন্সি

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম