মিসাইল হামলার পর যুক্তরাষ্ট্র সফর সংক্ষিপ্ত করলেন নেতানিয়াহু
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ জুলাই ২০২৪, ০৩:৩৭ পিএম
বেনিয়ামিন নেতানিয়াহু
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার যুক্তরাষ্ট্র সফর সংক্ষিপ্ত করেছেন। গোলান মালভূমির মাজদাল শামসে ক্ষেপণাস্ত্র হামলার পর তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।
তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি এক প্রতিবেদনে এ খবর দিয়েছে।
এতে বলা হয়েছে, গোলান হাইটসের মাজদাল শামস শহরে ক্ষেপণাস্ত্র হামলায় ১১ জন নিহত হওয়ার পর ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ওয়াশিংটন সফর সংক্ষিপ্ত করে দ্রুত তেল আবিবে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন।
নেতানিয়াহুর কার্যালয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক বিবৃতিতে বলেছে, ‘প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নির্দেশ দিয়েছেন যে, তার ইসরাইলে প্রত্যাবর্তনের সময় যত তাড়াতাড়ি সম্ভব এগিয়ে নিয়ে আসা হোক।’
এর আগের ঘোষণা অনুযায়ী, রোববার সন্ধ্যায় তার তেল আবিব ফেরার কথা ছিল।
প্রসঙ্গত, ইসরাইলি কর্তৃপক্ষ দাবি করেছে, গোলান হাইটসের মাজদাল শামস শহরে ক্ষেপণাস্ত্র হামলায় ১১ জন নিহত এবং ৩৭ জন আহত হয়েছেন।
আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে, মাজদাল শামস শহরের একটি খেলার মাঠে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। এতে অন্তত ১২ জন নিহত হয়েছে। এর জবাবে ইসরাইলি বাহিনী লেবাননের কয়েকটি স্থানে হামলা চালিয়েছে বলেও দাবি করা হচ্ছে।