Logo
Logo
×

আন্তর্জাতিক

পার্লামেন্ট ভেঙে দিলেন জর্ডানের রাজা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ জুলাই ২০২৪, ০৪:৫৬ পিএম

পার্লামেন্ট ভেঙে দিলেন জর্ডানের রাজা

জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ আসন্ন সেপ্টেম্বরে নতুন পার্লামেন্ট নির্বাচনের আগে বৃহস্পতিবার দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ ভেঙে দিয়েছেন।

রাজার জারি করা রাজকীয় আদালতে এই পদক্ষেপের কথা ঘোষণা করা হয়।

সংবিধান অনুযায়ী, সংসদের মেয়াদ শেষ হওয়ার পূর্ববর্তী চার মাসের মধ্যে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়, যা নভেম্বরে শেষ হওয়ার কথা রয়েছে।

আগামী ১০ সেপ্টেম্বর দেশটিতে নতুন নির্বাচন অনুষ্ঠিত হবে। ১৩৮ আসনের বিধানসভায় ৪১টি আসন বণ্টনকারী নতুন নির্বাচনী আইনের অধীনে এই ভোট অনুষ্ঠিত হবে।

জর্ডানে রাজা কর্তৃক নিযুক্ত সিনেট এবং হাউস অফ রিপ্রেজেন্টেটিভস নামে পরিচিত একটি নির্বাচিত নিম্নকক্ষ সমন্বিত একটি দ্বিকক্ষবিশিষ্ট সংসদ রয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম