ফাইল ছবি
ভারতের কেরালার ৫৯ বছর বয়সী রবীন্দ্র নায়ার একটি হাসপাতালের লিফটে ৪২ ঘণ্টা আটকা ছিলেন। তিনি সম্প্রতি কেরালার তিরুবনন্তপুরমের সরকারি মেডিকেল কলেজে ডাক্তার দেখাতে এসে লিফটে আটকা পড়েন।
৪২ ঘণ্টা খাবার ও পানি ছাড়া লিফটে আটকে থাকা নায়ার বিবিসিকে বলেছেন, তার মনে হয়েছিল তিনি হয়ত মারা যাবেন।
তিনি আটকা পড়ার পর লিফটের তালিকাভুক্ত জরুরি নম্বরে কল করলেও কোনো সাড়া পাননি। অবশ্য পরে এক লিফট অপারেটর তাকে উদ্ধার করলে তিনি শ্বাসরুদ্ধকর পরিস্থিতি থেকে মুক্তি পান।