ভারতীয় ইউটিউবার ধ্রুব রাঠেকে তলব দিল্লি আদালতের
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ জুলাই ২০২৪, ০৮:২৭ পিএম
ভারতের জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠেকে তলব করেছে দিল্লি আদালত। তার বিরুদ্ধে বিজেপি নেতা সুরেশ করমশি নাখুয়া মানহানির মামলা করার পর তাকে তলব করল আদালত। নাখুয়ার অভিযোগ, ধ্রুব রাঠে তার বিরুদ্ধে ‘হিংসাত্মক ও অবমাননাকর’ ভিডিও তৈরি করে ইউটিউবে প্রচার করেছেন।
লাইভ ল জানিয়েছে, সাইবার জগতে মানহানির জন্য ধ্রুব রাঠের কাছে ২০ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন নাখুয়া।
লোকসভার স্পিকার ওম বিড়লার মেয়ের বিরুদ্ধে ভুয়া খবর ছড়ানোর অভিযোগে মহারাষ্ট্রের নোডাল সাইবার পুলিশ তার বিরুদ্ধে মামলা দায়ের করার এক সপ্তাহ পরে এ ঘটনা ঘটল।
ধ্রুব রাঠে এর আগে এক্স পোস্টে দাবি করেন, ভারতই একমাত্র দেশ যেখানে পরীক্ষায় না গিয়েও ইউপিএসসি পাশ করা যায়। কিন্তু তার জন্য আপনাকে লোকসভার স্পিকার ওম বিড়লার মেয়ে হয়ে জন্মাতে হবে। ওম বিড়লার মেয়ে অঞ্জলি বিড়লা কোনও পরীক্ষা না দিয়েই ইউপিএসসি পাশ করেছেন। তিনি পেশায় একজন মডেল। মোদি সরকার আমাদের শিক্ষাব্যবস্থাকে উপহাস করছে।
দিল্লি আদালত কর্তৃক তাকে তলবের খবর নিজেই এক্সে শেয়ার করে ধ্রুব রাঠে লিখেছেন, বিজেপি আমাকে এত ভয় পায় কেন? আমার উপর তারা এফআইআর দায়ের করেছে। আমি নিশ্চিত যে, পরেরবার নির্বাচনে বিজেপির আসন ২৪০ থেকে ১৪০ এ নেমে যাবে।