Logo
Logo
×

আন্তর্জাতিক

ইমরান খানের দলকে নিষিদ্ধের বিষয়ে যা বললেন শাহবাজ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৪ জুলাই ২০২৪, ০৬:৪৪ পিএম

ইমরান খানের দলকে নিষিদ্ধের বিষয়ে যা বললেন শাহবাজ

মন্ত্রিসভার বৈঠকে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফকে (পিটিআই) নিষিদ্ধ করার বিষয়ে সরকারের সিদ্ধান্ত নিয়ে কোনো আলোচনা হয়নি। 

তবে পিটিআই ওয়েবসাইটে সেনাপ্রধান জেনারেল সৈয়দ আসিম মুনির এবং তার পরিবারের বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা জানিয়ে একে অসহনীয় এবং মানহানিকর বলে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ।

বুধবার ইসলামাবাদে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে তিনি এসব কথা বলেন। 

এদিন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। 

‘সরকার তার নীতিগত সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যেতে মনস্থির করেছে’- তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এমন ঘোষণার পর মনে করা হয়েছিল যে, ইমরান খানের দল পিটিআইকে নিষিদ্ধ করার বিষয়টি আজ মন্ত্রিসভার আলোচনায় আসবে। 

কিন্তু পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান, সাবেক প্রেসিডেন্ট আরিফ আলভি এবং তৎকালীন জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার কাসিম সুরির বিরুদ্ধে ধারা ৬ (রাষ্ট্রদ্রোহ)-এর অধীনে দায়ের করা মামলাগুলো নিয়ে আজ মন্ত্রিসভার বৈঠকে কোনো আলোচনা হয়নি।

গত সপ্তাহে ওই ঘোষণার পর মন্ত্রী আতাউল্লাহ তারা ‘পিটিআই এবং পাকিস্তান সহাবস্থানে চলতে পারে না’ বলে জোর দিয়েছিলেন এবং সাবেক ক্ষমতাসীন দলটির ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে ইঙ্গিত দিয়েছিলেন।

তবে আজ মন্ত্রিসভার বৈঠকের পর প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তার বক্তব্যে বলেন, সরকার কাউকে পাকিস্তান, জনগণ এবং সেনাবাহিনীর বিরুদ্ধে কাজ করতে দেবে না।

প্রধানমন্ত্রী এ সময় ৯ মে’র ঘটনার জন্য পিটিআইকে দায়ী করেন এবং দলটি কীভাবে দেশ, বেসামরিক নাগরিক এবং পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে অপরাধ পরিচালনা করেছিল তা দেশবাসীকে স্মরণ করিয়ে দেন।

তিনি পিটিআইর কর্মকাণ্ডের নিন্দা করেন এবং তাদের বিরুদ্ধে দেশকে বিপর্যস্ত করার জন্য নতুন কৌশল ব্যবহার করার অভিযোগ তোলেন।

শাহবাজ শরীফ বলেন, ‘৯ মে একটি গোষ্ঠী দেশের ভিত কাঁপিয়ে দিতে কোনো কসরত বাদ রাখেনি। আজ তারা নতুন কৌশলে নতুন অপরাধ করছে’।

তিনি বলেন, পাকিস্তান সরকার তার নাগরিকদের সুরক্ষার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত। তবে তারা আলোচনা এবং শান্তির মাধ্যমে এই সমস্যাগুলো সমাধান করতে পছন্দ করে। সূত্র: জিও নিউজ ও এক্সপ্রেস ট্রিবিউন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম